৯৩ বছর বয়সে এসে বাংলা বর্ণমালা শিখেছেন। বলতেও পারেন নিমিষেই। বলছি পাবনা জেলার আটঘরিয়া উপজেলার গোপালপুর গ্রামের প্রয়াত খবির উদ্দিন প্রামাণিকের মেয়ে বৃদ্ধা মোছাঃ আমিরন খাতুন এর কথা।
জীবনের শেষ সময়ে এসে অন্যের সহযোগিতায় বাংলা বর্ণমালা সম্পূর্ণ রপ্ত করেছেন তিনি।
১৭ বছর আগে একমাত্র সঙ্গী স্বামীকে(প্রয়াত রহমান মোল্লা) হারিয়েছেন আমিরন খাতুন। ২ ছেলে ও ২ মেয়ে থাকা সত্বেও নিঃসঙ্গ জীবনযাপন করছেন তিনি।
স্থানীয় সমাজসেবক আলহাজ্ব কামাল সরকার বলেন, সরকারি বিধবা ভাতার উপর নির্ভর করছেন বৃদ্ধা আমিরন। খেয়ে না খেয়ে কোনোরকম জীবন পার করছেন তিনি।
গোপালপুর তাঁতিপাড়া ইয়াং স্টার ক্লাবের সভাপতি হারুন প্রাং বলেন, টিনের তৈরি ছোট্ট একটি ভাঙা ঘরে মানবেতর জীবনযাপন করছেন এই বৃদ্ধা। তবে খুব কমই অন্যের দ্বারে হাত পেতেছেন তিনি। আমাদের ক্লাবের পক্ষ থেকে কিছুটা সহযোগিতা করেছি। ভবিষ্যতে আরো কিছু সাহায্য করার চেষ্টা করবো,ইনশাআল্লাহ।
পরে এলাকাবাসীর সাথে কথা বলতে গেলে স্থানীয় বাসিন্দা মুক্তার হোসাইন বলেন, আমাদের গ্রামের অধিকাংশ মানুষই,বিশেষ করে বয়োবৃদ্ধরা শিক্ষার আলো থেকে বঞ্চিত হয়েছেন। এসময় পুনরায় গণশিক্ষা কার্যক্রম চালু রাখার জোর দাবি জানায় স্থানীয় শিক্ষিত সমাজ।
বৃদ্ধা আমিরন খাতুনকে বর্ণমালা শেখাচ্ছেন তার ভাতিজা মুরাদ প্রামাণিক। বয়সকে হার মানিয়ে বাংলা বর্ণমালা রপ্ত করেছেন বৃদ্ধা আমিরন।