ব্যাথিত হৃদয়…………
সিবলু মোল্লা
===============================================================
হৃদয়ের অলিন্দে যাতনার স্রোত,
উথালাময়ী ঢেউ।
লুকায়ে যাতনা তবু হেসেছ মৃদু,
বুঝতে পারেনি কেউ।
স্বজনহারা পাগলপারা,
হতাশার কাফন ছিড়ে।
শেখ হাসিনা বিশ্বনেত্রী,
কোটি জনতার ভীরে।
কেদেছ মা নিরবে নিব্রিতে,
তবুও জনতাকে রেখেছ সুখে।
নিজে কি সুখ পেয়েছ মা,
হাত দিয়ে বল বুকে।
পিতার মতো জনতার তরে,
নিজের স্বার্থকে করেছ তুচ্ছ।
তাই পিতার পরে মমতাময়ী,
শেখ হাসিনার শীড় উচ্চ।