শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ০৮:২৬ পূর্বাহ্ন

বাবুগঞ্জে বিএনপির নেতাকর্মীসহ ২০৫ জনের নামে মামলা

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ৯৬ বার

বরিশালের বাবুগঞ্জে স্কুল মাঠে ককটেল বিস্ফোরণের ঘটনায় বিএনপির নেতাকর্মীসহ ২০৫ জনের নামে মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (৯ ডিসেম্বর) ভোরে বাবুগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল হান্নান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, মামলায় বাদী নাশকতা ও অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড করে জনমনে ভীতি সঞ্চার করার উদ্দেশে ককটেল বিস্ফোরণ ঘটানোর অভিযোগ করা হয়েছে। মামলায় নামধারী ৫৫ জন ও অজ্ঞাত আরো ১৫০ জনকে আসামি করা হয়েছে। তবে মামলার তদন্তের শর্তে নাম প্রকাশ করা যাচ্ছে না।

তিনি আরও জানান, ককটেল বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে ১০ তারিখ ঢাকার সমাবেশ বানচাল করতে সরকারের পক্ষ থেকে বিএনপির নেতাকর্মীদের নামে মিথ্যা অভিযোগ আানা হচ্ছে বলে দাবি করেছে বিএনপির পক্ষ থেকে।

বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহীন বলেন, ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির গণসমাবেশ বানচাল করতে প্রশাসন নিজেরা ঘটনা ঘটিয়ে নিজেরাই বাদী হয়ে বিএনপি নেতাকর্মীদের নামে গায়েবি মামলা দিয়ে হয়রানি করছে।

গত বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার সময়ে বাবুগঞ্জে দেহেরগতি ইউনিয়নের ইশ্বর নারায়ণ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে। এ ঘটনায় ওই এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com