বরিশালে ৫০তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
আজ ১৭ সেপ্টেম্বর রবিবার বিকাল ৩ টায় জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি বরিশাল জেলার আয়োজনে শহীদ আবদুর রব সেরনিয়াবাত আউটার স্টেডিয়াম ৫০তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার-২০২৩ সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি বরিশাল মনদীপ ঘরাই, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ ফজলুল করিম, সিনিয়র সহসভাপতি জেলা আওয়ামী লীগ বরিশাল মোহাম্মদ হোসেন চৌধুরীসহ জেলা শিক্ষা অফিসের কর্মকর্তা, অংশগ্রহণকারী শিক্ষার্থীরা, অভিভাবক, শিক্ষক বৃন্দরা উপস্থিত ছিলেন। শুরুতে ফিতা কেটে সমাপনী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক বরিশাল।
পরে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে জেলা প্রশাসক বিভিন্ন খেলায় অংশগ্রহনকারী বিজয়ী খেলোয়াড়ের মাঝে পুরস্কার বিতরণ করেন।