বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সাকুরা ও চেয়ারম্যান পরিবহনের মুখোমুখি সংঘর্ষ, আহত ১০ হুদা কমিশনের যে পরিনতি এদেশে ঘটেছে তা যেন ভুল না যায় বর্তমান কমিশন-বরিশালে এনসিপি এমনতো জীবন হয়- দূর দেশের কাহিনী বরিশালের চরমোনাইতে এনসিপির নাহিদসহ প্রতিনিধিদল নোয়াখালীতে শিক্ষার্থীদের ১২ ঘণ্টার আল্টিমেটাম, চৌরাস্তায় ব্লকেড আগামী কাল বরিশালে আসছেন এনসিপি’র নেতারা বরিশালে স্বাস্থ্য কর্মকর্তার অপসারণের দাবীতে মহাসড়ক অবরোধ দৈনিক ডেসটিনি পত্রিকার বরিশালের ব্যুরো প্রধান হিসেবে নিয়োগ পেলেন আরিফুল ইসলাম বরিশালে পরিবহনের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত সংবাদ সম্মেলনে বক্তারা ১৮ জুলাই বরিশালে অ্যাস্ট্রো-অলিম্পিয়াড

বরিশালে স্বাস্থ্য কর্মকর্তার অপসারণের দাবীতে মহাসড়ক অবরোধ

বরিশাল অফিস
  • আপডেট টাইম : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ৪ বার

ব্যাপক অনিয়ম, দুর্নীতি, খামখেয়ালীপনা, টেস্ট বাণিজ্য ও দায়িত্বে অবহেলার প্রতিবাদে বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিরুজ্জামানের অপসারনের দাবী মানববন্ধন, মহাসড়ক অবরোধ ও কুশপুত্তলিকা দাহ করা হয়েছে।

এ সময় কৌশলে হাসপাতাল থেকে পালিয়ে গেছে অভিযুক্ত ওই চিকিৎসক।

আজ সোমবার বেলা এগারোটার দিকে উপজেলা হাসপাতাল রোডে সর্বস্তরের জনতার ব্যানারে মানববন্ধন শেষে দেড় ঘন্টাব্যাপী ঢাকা-বরিশাল মহাসড়কের আশোকাঠী বাসস্ট্যান্ড অবরোধ করে রাখেন বিক্ষোভকারীরা।

এসময় মহাসড়কের দুই কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

খবরপেয়ে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি এবং সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেনসহ পুলিশ সদস্যরা আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে নিতে ব্যর্থ হয়।

পরে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনার পর আগামী ২৪ ঘন্টার মধ্যে ডা. মনিরুজ্জামানকে প্রত্যাহারের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করেন আন্দোলনকারীরা।

পরে দুর্নীতিবাজ এ কর্মকর্তার কুশপুত্তলিকা দাহ করেন বিক্ষোভকারীরা।

এরআগে মানববন্ধন চলাকালীন সময়ে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল গোমস্তা, ছাত্রনেতা সাব্বির হোসেন, মোর্শেদ হাসান ও সানাউল হোসেন।

আন্দোলনকারী ও ঘটনাস্থলে উপস্থিত থাকা একাধিক ব্যক্তিরা জানিয়েছেন, সোমবার সকালে ডা. মনিরুজ্জামানের পদত্যাগ দাবীতে শান্তিপূর্ণ ভাবে কর্মসূচি পালন শুরু করে সচেতন নাগরিকরা।

এসময় ডা. মনিরুজ্জামানের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত স্থানীয় ডায়াগনস্টিক সেন্টারের কতিপয় দালালরা মানববন্ধনের সামনে দিয়ে উদ্দেশ্যহীনভাবে একাধিকবার মহড়া দেয়।

এরপরই আন্দোলনকারীরা মহাসড়ক অবরোধ করেন।

উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল গোমস্তা বলেন, দুর্নীতিবাজ এ কর্মকর্তার অপসারণের জন্য দীর্ঘদিন ধরে দাবী জানিয়ে আসলেও তিনি বহাল তবিয়তে থেকে কমিশন আদায়ের জন্য টেস্ট বাণিজ্য করে আসছিলো।

তার (ডা. মনিরুজ্জামান) বিরুদ্ধে লিখিত অভিযোগ করলেও কোন ব্যবস্থা নেয়নি স্বাস্থ্য দপ্তর।

যেকারনে আরো বেপরোয়া হয়ে উঠে সে। এনিয়ে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করে আসছিলো।

আগামী ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্ত স্বাস্থ্য কর্মকর্তাকে অপসারণ করা না হলে আগামীকাল মঙ্গলবার আরো কঠোর কর্মসূচি ঘোষনা করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

অভিযোগের ব্যাপারে গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিরুজ্জামানের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিফ না করায় কোন বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com