বরিশাল নগরীতে ছিড়ে যাওয়া তারে বিদ্যুতায়িত হওয়া গেট স্পর্শ করে হোটেল কর্মচারী সুজন (১৫) মারা গেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বেলা ১১টার দিকে নগরীর প্যারারা রোডের মোমিন খাবার ঘরের পাশে।
মৃত সুজন প্যারারা রোডের মমিন খাবার ঘরে চাকরি করতেন। সে পটুয়াখালীর বাউফলের বাসিন্দা। মৃত সুজন হোটেলের পিছনের বাড়ির একটি কক্ষে ভাড়ায় থাকতো।
প্রত্যক্ষদর্শী আলামিন জানায়, শিশু সুজন বেলা ১১টার দিকে গোসল করে হোটেলে কাজে যোগ দিতে বের হচ্ছিলো। তখন আগে থেকেই একটি ছেড়া তার পরে গেট বিদ্যুতায়িত হয়েছিল। সুজন গেট খুলতে গেলেই বিদ্যুতায়িত হয়ে চিৎকার দিয়ে আটকে থাকে।
এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
মমিন খাবার ঘরের মালিক নুর আলম বলেন, বাউফলের বাসিন্দা সুজন নয় হাজার টাকা বেতনে নয় মাস আগে আমার এখানে কাজে যোগ দিয়েছিল। কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।