বরিশালে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় জামায়াতে ইসলামী সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবসময় সোচ্চার রয়েছে : অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেছেন- সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় জামায়াতে ইসলামী সবসময় সোচ্চার ভূমিকা পালন করেছে এবং এখনো করছে।
জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা সবসময় সনাতন ধর্মাবলম্বীদের সাথে সৌহার্দ্যপূর্ণ সুসম্পর্ক বজায় রেখে কাজ করছে।
জামায়াতে ইসলামী সকল ধর্মের মানুষকে সাথে নিয়ে কল্যাণমূখী রাষ্ট্র প্রতিষ্ঠায় নিরন্তর কাজ করে যাচ্ছে।
৩০ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় বরিশাল নগরীর কীর্তনখোলা মিলনায়তনে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরী আয়োজিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বরিশাল মহানগর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর।
মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরুর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি ভানু লাল দে, সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সাহা, জেলা পূজা পরিষদের সভাপতি মানিক মুখার্জি, সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার চক্রবর্তী, অধ্যক্ষ প্রফেসর বিমল চক্রবর্তী, জয়ন্ত দাস, সাংবাদিক অপূর্ব অপু প্রমুখ।