উপমহাদেশের সর্ববৃহৎ বরিশাল নগরীর কাউনিয়ায় এই মহাশ্মশানটি প্রায় ২০০ বছর আগে ৫ একর ৯৬ শতাংশ জমির ওপর প্রতিষ্ঠিত হয়।
নতুন পুরনো মিলিয়ে মহাশ্মশানে ৬১ হাজারেরও বেশি সমাধি রছেছে। এরমধ্যে ৫০ হাজারের অধিক পাকা, ১০ হাজার কাঁচা মঠ রয়েছে।
এর মধ্যে ৯০০ মঠ রয়েছে যাদের স্বজনরা এই দেশে নেই, সেসব মঠ হলুদ রং করা হয়েছে। স্বজন না থাকা মঠগুলোতে কমিটির পক্ষ থেকে মোমবাতি প্রজ্বলন করা হয়ে থাকে।
কালীপূজার আগেরদিন ভূত চতুর্দশীর পুন্য তিথীতে প্রতিবছর সনাতন ধর্মাবলম্বীরা তাদের প্রয়াত স্বজনদের সমাধিতে দীপ জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
প্রিয়জনের স্মৃতির উদ্দেশ্যে জ্বালানো মোম বা প্রদীপের আলোয় আলোকিত হয়ে ওঠে পুরো শশ্মান।
পাশাপাশি প্রয়াত স্বজনদের সমাধিতে দেয়া হয় ফুল ও প্রয়াতেরপছন্দের নানা ধরনের খাবার। ভূত চতুর্দশীর পুন্য তিথি অনুযায়ী এই শ্মশানে চলে ’শ্মশান দীপালি। তিথির কারণে কোন কোন সময় দুই দিনব্যাপীও শ্মশান দিপালী পালিত হয়ে থাকে।
তাই দিপালী উপলক্ষে মঠগুলো পরিস্কার পরিচ্ছন্নতার কাজ চলছে। আগামিকাল দিপালী তাই সকল ধরনের প্রস্ততি গ্রহণ করেছে শ্মশান কমিটিসহ বরিশাল মেট্টপলিটন পুলিশ। কোন ধরনের অপ্রতিকর ঘটনা এড়াতে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোড়দার থাকবে বলে জানান নগর পুলিশের কমিশনার মোঃ শফিকুল ইসলাম।
সময় তিনি শ্মশান এলাকা ঘুরে দেখেন এবং আইন-শৃঙ্খলা জোরদার করার লক্ষ্যে সকল ধরনের প্রস্তুতির গ্রহণ করেন।
পরবর্তীতে সার্বিক বিষয় নিয়ে মতবিনিময় করেন শ্মশান রক্ষা কমিটির সভাপতি ও সম্পাদক এবং দিপালী অনুষ্ঠান উদযাপন পরিষদের সভাপতি সাধারণ সম্পাদকের সহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দের সাথে।
পুলিশের উপ পুলিশ কমিশনার (সিটিএসবি), উপ পুলিশ কমিশনার (ট্রাফিক), উপ পুলিশ কমিশনার উত্তর বিভাগের দায়িত্বে থাকা রুনা লায়লাসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।