মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে সারাদেশের সাথে একযোগে আজ সকাল থেকে শুরু হয়েছে ৪র্থ ডোজ টিকা প্রদান কার্যক্রম। বরিশালে প্রায় দেড় লাখ ৩য় ডোজ টিকা গ্রহন করা ব্যাক্তিই পারবে ৪র্থ ডোজের টিকা গ্রহন করতে।
সকাল থেকে একযোগে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, সদর হাসপাতাল, কাশিপুরের কলাডেমা মাধ্যমিক বিদ্যালয়, পুলিশ হাসপাতাল ও বঙ্গবন্ধু অডিটরিয়ামে চলছে ৪র্থ ডোজের টিকা প্রদান কার্যক্রম। ৪র্থ ডোজ ফাইজার টিকা প্রদান চলছে।
এছাড়া সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর নেতৃত্বে এনেক্স ভবনে শিশুদের জন্য বিনামূল্যে টিকা প্রদান কার্যক্রম চলোমান রয়েছে।
তবে অনেকেই এই ৪র্থ ডোজের বিষয়ে না জানান কারনে কেন্দ্র গুলোতে আসার বা ভিড়ের দৃশ্যচোখে পরেনি।
তবে বরাবরের মতো সিটি কর্পোরেশনের কর্মীদের পাশাপাশি এবারও মেডিকেলের নার্স ও স্টার্ফরা এর সহযোগীতা করছেন। ৪র্থ ডোজ দেয়ার সময়ে ৩য় ডোজের টিকা কার্ড টি সাথে নিয়ে আসতে হচ্ছে।
স্বাস্থ্য কর্মকর্তা বরিশাল সিটি কর্পোরেশন ডাঃ খন্দকার মনজুরুল ইমাম শুভ্র।