বরিশাল বরিশাল সিটি কর্পোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের উলাল ঘুনি যুব সংঘের উদ্যোগে এক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার উলাল ঘুনি বিশ্বাস বাড়ী জামে মসজিদে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে উলাল ঘুনি যুব সংঘের সদস্যদের সাথে স্থানীয় ব্যক্তিবর্গের মত বিনিময় অনুষ্ঠিত হয়।
সংগঠনটির সভাপতি মোঃ মিরাজ বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদস্য সচিব আরিফুল ইসলাম। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি মোঃ আতিকুর রহমান মিলন, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ তৌহিদুল ইসলাম বাদশা সহ স্থানীয় সকল পর্যায়ের ব্যক্তিবর্গরা।
এ সময় শুভেচ্ছা বক্তব্যে সংগঠনের সভাপতি মিরাজ বিশ্বাস বলেন সকলের সহযোগিতা পেলে সংগঠনের কর্মপরিধী ও সামাজিক উন্নয়নে আরো এগিয়ে যাওয়া সম্ভব। তাই তিনি সকল ব্যক্তিদের সহযোগিতা কামনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি আতিকুর রহমান মিলন বলেন, একটি সংগঠন পরিচালিত করতে হলে প্রথমে সততা ও নিষ্ঠার প্রয়োজন। যেটি সংগঠনের কর্মপরিধী র দিকে এগিয়ে দেয় । তাই দল মত নির্বিশেষে সংগঠনের কার্যক্রম সঠিকভাবে এগিয়ে নিতে হলে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এবং আর্ত মানবতার সেবায় দল মত নির্বিশেষে সকলকে এগিয়ে এসে কাজ করতে হবে।
উলাল ঘুনি যুব সংঘের সদস্য সচিব আরিফুল ইসলাম তাদের অন্যান্য কর্ম পরিধি বিষয়ে আলোচনা করেন এবং সংগঠন কি কিভাবে সামনে এগিয়ে নেয়া যায় তার সুচিন্তা মতামত সকলের কাছ থেকে গ্রহণ করেন ।
পাশাপাশি নতুন কমিটির অন্য সদস্যদের সাথে উপস্থিত ব্যক্তিবর্গের পরিচয় পর্ব পরিচালিত হয়।
সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ শাহিন বিশ্বাস, মোস্তাফিজুর রহমান মিলন, শহিদুল ইসলাম পারভেজ, মোহাম্মদ তাজুল বিশ্বাস, মোঃ আলমগীর হোসেন, মোঃ শামীম সরদার, মোঃ ইমরান গাজী, মোঃ মাইনুল ইসলাম অন্তর, মোহাম্মদ সাইফুল গাজী, মোঃ আমিনুল ইসলাম কায়েস, মোঃ রাজু সরদার, মোঃ শিপন খলিফা, ইয়াসিন আরাফাত তৌসিফ সহ অন্যান্যরা।
সভা শেষে সকলে একসাথে ইফতার করেন।