শের-ই-বাংলা মেডিকেল কলেজসহ দেশের সকল সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা, চিকিৎসাসেবায় অবহেলা এবং স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে বরিশালে চলমান আন্দোলনের ১৭তম দিনের কর্মসূচি হিসেবে আজ বরিশালের সদর রোড, সাগরদি, নথুল্লাবাদ ও রহমতপুরে নির্দিষ্ট সময় ব্লকেড অনুষ্ঠিত হয়। একইসাথে পটুয়াখালীতে ৩ দফা দাবির সমর্থনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিকেল ৩টায় কর্মসূচির সমাপ্তি ঘোষণা করে নথুল্লাবাদ থেকে অনশনস্থানে প্রেস কনফারেন্সে যোগ দিতে রওনা দেন আন্দোলনকারীরা। এসময় একদল সন্ত্রাসী সংগঠিতভাবে তাদের ওপর হামলা চালায়।
শেষ খবর পাওয়া পর্যন্ত ১৪ জন আহত অবস্থায় শেবাচিমে ভর্তি আছেন এবং প্রায় ১০ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
এর আগে দুপুরে শের-ই-বাংলা মেডিকেল কলেজে মিলনায়তনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, চিকিৎসক, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ নিয়ে মত বিনিময় করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক তবে স্বাস্থ্যসেবা সংস্কার আন্দোলনের কেউ যোগদান করেননি।
পূর্বঘোষিত প্রেস কনফারেন্সে আন্দোলনের পথিকৃত মহিউদ্দিন রনি বলেন, “মিটিংয়ে আমাদের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না, এবং কোনো ধরনের সমঝোতা হয়নি।”
তিনি চলমান বরিশাল ব্লকেডের পাশাপাশি নতুন করে গণঅনশন কর্মসূচির ঘোষণা দেন।
এদিকে, স্বাস্থ্য খাত সংস্কারের তিন দফা দাবির বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. আবু জাফর হুঁশিয়ারি দিয়ে বলেন, “অযৌক্তিক আন্দোলন বন্ধ না হলে আইনশৃঙ্খলা বাহিনী হস্তক্ষেপ করবে।” আন্দোলনকারীরা তার এই বক্তব্যের তীব্র প্রতিবাদ ও ধিক্কার জানান এবং রাতে মশাল মিছিল করে তা প্রকাশ করেন।