বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কর্ম ক্ষেত্রে নিরাপত্তার দাবিতে ডাক্তার চিকিৎসক এবং নার্সরা আন্দোলন শুরু করেছ।
আজ সকাল সাড়ে ১১ টায় বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটোকে অবস্থান নেয় চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা।
মেডিসিন বিভাগের ভবনের সামনে থেকে একটি মিছিল শুরু করে তারা। মিছিলটি হাসপাতাল চত্বর প্রদক্ষিণ করে প্রধান সড়কে যায়, সেখান থেকে ফিরে হাসপাতালের প্রধান ফটোকের গেটে সমাবেশ করে।
এ সময় আন্দোলনকারীরা সাংবাদিকদের জানান, গত ১৮ দিন যাবত তারা নানাভাবে হেনস্থার শিকার হয়েছেন, চিকিৎসকদের উপর শিক্ষার্থী নামধারীরা একাধিকবার হামলা চালিয়েছে কর্মকর্তা-কর্মচারীদের অপদস্ত করেছে। এ অবস্থায় শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে কর্মক্ষেত্রের পরিবেশ বিনষ্ট হয়েছে।
নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এ অবস্থায় চিকিৎসক নার্স কর্মকর্তা কর্মচারীরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছে। হাসপাতালে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে আন্দোলন শুরু করেছে সকল শ্রেণীর কর্মচারীরা। এ সময় কিছু বিশৃঙ্খলা দেখা দেয়৷ পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা বাহিনী।
এদিকে অনশনরত শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ায় তাদের চিকিৎসার জন্য মেডিসিন বিভাগে নেয়া হয়।
আন্দোলনের ৩ দফা দাবি যৌক্তিক দাবি করেছে হাসপাতাল পরিচালক। দ্রুত সকল সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি।