ঝুকিপূর্ণ শিশুদের সুরক্ষায় আইনী সেবাসহ সমন্বিত পরিষেবা নিশ্চিত করণে জেলা আইন সহায়তা কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সকালে বরিশাল জেলা ও দায়রা জজ শেখ ফারুক হোসেনের সভাপতিত্বে তার সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বরিশাল জেলা লিগ্যাল এইড অফিসার সিনিয়র সহকারী জজ রেজওয়ানা আফরিন, বরিশাল মানবপাচার ট্রাইব্যনালের পিপি এসএম সরোয়ার, নারী ও শিশু নির্যাতন দমন আদালতের পিপি আঃ মান্নান মৃধা, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মেহেরুন্নাহার মুন্নী, বরিশাল সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক একেএম আখতারুজ্জামান তালুকদারসহ বিভিন্ন নাগরীক সমাজের প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় জেলা জজ বলেন, শেখ ফারুক হোসেন বলেন, মানবপাচার ঠেকাতে সবার আগে পরিবারের সচেতনতা ও বহু বিবাহ রুখতে হবে। পথশিশুদের সরকারের গন্ডির ভিতর আনতে হবে।
তাহলেই দেশের অপরাধ প্রবনতা কমার পাশাপাশি শিশু পাচার রোধ করা কিছুটা হলেও সম্ভব হবে।