বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম :
আবারো উত্তাল বরিশাল বিশ্ববিদ্যালয় মোবাইল কোর্টের টাকা আত্মসাৎতের অভিযোগে আগৈলঝাড়ায় নিবার্হী কর্মকর্তার অফিসের সার্টিফিকেট সহকারীর বিরুদ্ধে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ নদীতে গোসল করতে নেমে মামা-ভাগ্নির মৃত্যু ববি’র বিজয় হলের প্রভোষ্টের পদত্যাগ বরিশালে বিদ্যুতায়িত গেট ছুঁয়ে কর্মচারীর মৃত্যু ভুয়া এমবিবিএস চিকিৎসকের এক বছরের কারাদন্ড বরিশালের ১১ পুলিশ পরিদর্শককে বদলি আগৈলঝাড়ায় বিএনপি’র দুই গ্রুপের মধ্যে হামলা-পাল্টা ঘুষ দাবী করার অভিযোগে গৌরদী থানার ওসি ও এসআইর বিরুদ্ধে আদালতে নালিশী শিক্ষক পিটানোর অভিযোগে দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন

বরিশালের বাকেরগঞ্জে প্রিন্স হত্যা মামলায় ১ জনের মৃত্যদন্ড ও ৩ জনের যাবজ্জীবন

বরিশাল অফিস
  • আপডেট টাইম : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ১৩২ বার
ফাইল ফটো

বরিশালের বাকেরগঞ্জে ফয়সাল আহমেদ প্রিন্সকে (২৬) হত্যা মামলায় ১ জনের মৃত্যদন্ড ও ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন বরিশাল জেলা ও দায়রা জজ। পাশাপাশি প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কেএম রাশেদুজ্জামান রাজা এ রায় প্রদান করেন।

বিষয়টি নিশ্চিত করে আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাডভোকেট ওবায়েদ উল্লাহ সাজু জানান, ২০১৯ সালে ৫ মার্চ রাত আনুমানিক ১১টার দিকে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ১০ নং গারুরিয়া ইউনিয়নের খয়রাবাদ গ্রামে টিউবয়েল বসাতে আসা শ্রমিক রাসেল হাওলাদার, শাহীন, বেল্লাল, ইদ্রিস মিলে ওই এলাকার ভাড়ায় মোটর সাইকেল চালক ফয়সাল আহমেদ প্রিন্সকে (২৬) মাথায় আঘাত করে হত্যা করে তার মোটর সাইকেল, মোবাইল ফোন ও টাকা নিয়ে যায়।

এঘটনায় ফয়সাল আহমেদ প্রিন্স এর বাবা শহিদুল ইসলাম বাদী হয়ে ২০১৯ সালের ৬ মার্চ বাকেরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। বাকেরগঞ্জ থানা পুলিশ ২০২০ সালের ৩১ জুলাই আসামিদের বিরুদ্ধে চার্জশিট প্রদান করেন। পরবর্তীতে আদালত ২৮ জন স্বাক্ষির মধ্যে ১৩ জনের সাক্ষগ্রহন শেষে সোমবার এ রায় প্রদান করেন।

এঘটনায় আরো এক আসামী সৈয়দ মৃধা খলিলকে খালাস দিয়েছে আদালত। রায়ে সন্তোস প্রকাশ করেছেন মামলার বাদী ও নিহতের বাবা শহিদুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com