বরগুনায় জাতীয় শোক দিবস উপলক্ষে কোভিড- ১৯ বৈশ্বিক সুরক্ষা সামগ্রীর মধ্যে রয়েছে মাক্স ও হ্যান্ড স্যানিটাইজার সহ করোনার বিভিন্ন সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (২৯ আগষ্ট) দুপুরে বরগুনা জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে এসব সামগ্রী বিতরণ করা হয়।
বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান এর হাতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সুভাষ চন্দ্র হাওলাদার এর পক্ষে তার একান্ত সহকারী মোঃ রিযাজ হোসেন এ সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন। এসময়ে বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
এ সুরক্ষা সামগ্রীর মধ্যে রয়েছে বিপুল পরিমান মাক্স ও হ্যান্ড স্যানিটাইজার সামগ্রী। এছাড়া বরগুনার সাংবাদিক ইউনিয়ন, বরগুনা প্রেসক্লাব, বামনা প্রেসক্লাব, বরগুনা পুলিশ সুপার, বরগুনা সদর থানা, বামনা থানা, উপজেলার বিভিন্ন সংস্থায় স্বাস্থ্য উপকরণ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ জাতীয় আরো খবর..