বরগুনায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় প্রায় ৩০ জন আহত হয়েছে। আজ বেলা ১২ টার দিকে সদর উপজেলার ৫ নং আয়লা পাতাকাটা ইউনিয়নের নয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুই জনের অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় তাদেরকে বরগুনা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানায়, ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যানকে সাথে নিয়ে বর্তমান নৌকা মার্কার প্রার্থী মজিবুল হক কিসলু রামরা বাজারের দিকে যাচ্ছিল। এ সময় তারা নয়া বাজার এলাকায় পৌছালে আগেই ওত পেতে থাকা স্বতন্ত্র প্রার্থী মোশারফ হোসেন ও তার লোক জন তাদের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় তারা ধারালো অস্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে প্রায় ৩০ জনকে আহত করে। এছাড়া ১৩ টি মটরসাইকেল ভাংচুর করে, দুটি মটরসাইকেল আগুন দিয়ে জালিয়ে দেয় ও ৯ টি মটরসাইকেল ছিনতাই করে নিয়ে যায়। বেলা ৩ টার দিকে সদর থানা পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে আইনি ব্যাবস্থা নেয়ার কথা জানান।