বরগুনা জেলার আমতলী থানাধীন চুনাখালী ইউনিয়ন ভূমি অফিস এর সামনে থেকে ২ জন ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব।
তারা হলেন ৫নং ওয়ার্ড পশ্চিম চুনাখালী এলঅকার মোঃ সাখাওয়াত হোসেন (২৭) ও মোঃ রুবেল মিয়া (২৮)। পেশায় দুইজন দিনমুজুর হলেও ইয়াবাই তারদের প্রকৃত ব্যবসা। তাদের নিকট হতে ৪০ (চল্লিশ) পিচ ইয়াবা এবং ইয়াবা ক্রয়/বিক্রয়ের ১৫৪০ টাকা উদ্ধার করা হয়।
র্যাব জানান, সোমবার (৩০ আগস্ট) বিকাল দুপুর ১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিত্বে তাদের আটক করা হয়।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে বরগুনা জেলার আমতলী থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৮ এর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার মোঃ শহিদুল ইসলাম।