ফেনী পৌরসভার বাড়ি নির্মানের নক্সা অনুমোদনের করাসহ সকল কাজ চুক্তিতে করেন নির্বাহী প্রকৌশলী মো. আজিজুল হক।
এ ক্ষেত্রে তিনি ব্যাকিং লেনদেনের পরিবর্তে নগদ টাকায় কাজ করেন।
সরেজমিন তার অফিসে গিয়ে দেখা যায়, ফেনী পশ্চিম উকিলপাড়ার বাসিন্দা শাহজালাল ভুঁঞা একটি বাড়ি নির্মানের নক্সা অনুমোদন করানোর জন্য নগদ এক লাখ ৪০ হাজার টাকা দেন। মোট পাঁচ লাখ টাকা চুক্তির দ্বিতীয় ধাবে এ টাকা দিয়েছেন বলে জানান তিনি।
এ ব্যাপারে জানতে চাইলে আজিজুল হক তাকে নিজের আত্মীয় বলে দাবী করে বলেন, উনি মুরুব্বী মানুষ ব্যাংকে টাকা জমা দিতে দীর্ঘক্ষন লাইন ধরতে হয়। তাই তাকে সাহায্য করছি। তবে তিনি নগদ টাকার কোন রশিদ দেননি।
এ ব্যাপারে শাহজালাল ভুঁঞার কাছে জানতে চাইলে তিনি বলেন, এটা ঘুষের টাকা নয়।
আমরা কয়েকজনের বাড়ি নির্মাণের নক্সা অনুমোদনের জন্য টাকা দিয়ে যাচিছ, আগেও দিয়েছি। এখনো কোন সমস্যা হয়নি।
তিনি আমাদের আত্মীয় তাই কোন সমস্যা নেই। রশিদ ছাড়া কিভাবে টাকা দিলেন জানতে চাইলে বলেন, আমাদের মুখের কথাই অনেক কিছু।
এ ভাবে অনেকের সাথে চুক্তির ভিত্তিতে নির্ধারিত টাকার বিনিময়ে পৌরসভার বাড়ি নির্মানের নক্সা অনুমোদন করেন বলে জানান নির্বাহী প্রকৌশলী মো. আজিজুল হক। এ ছাড়াও তিনি শহরের ডাক্তার পাড়ায় ব্যাক্তিগত অফিস নিয়ে চুক্তিভিত্তিক নক্সা অনুমোদন ও ঠিকাদারী কাজ করেন।
জানা যায়, ফেনী পৌরসভার নির্বাহী প্রকৌশলী পদে মো. আজিজুল হক প্রায় ২৩ বছর ধরে একই দপ্তরে কাজ করছেন। ২০০১ সালে সহকারী প্রকৌশলী হিসেবে ফেনী পৌরসভায় যোগদান করেন আজিজুল হক।
এরপর নির্বাহী প্রকৌশলী পদে পদোন্নতি পাওয়ার পর ৯ মাস নোয়াখালী পৌরসভায় চাকরি করেন। তদবির করে আবারো ফেনী পৌরসভায় যোগ দেন।
এ কর্মস্থলে বর্তমানে নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব পালন করছেন।
বারবার বদলির আদেশ হলেও ফেনী ছাড়েনননি তিনি। তাঁর কাছে জ্ঞাত আয়বহির্ভূত ৫০ কোটি টাকার সম্পদের মালিক হওয়ার অভিযোগ উঠেছে।
তিনি ফেনীর সাবেক এমপি নিজাম হাজারীকে মামা-ভাগিনা পরিচয় দিয়ে মেয়রসহ সবাইকে শাসিয়ে যেতেন। এতে তার অপকর্মের বিষয়ে কেই কথা বলতে পারত না।
ইতোমধ্যে তাকে কয়েকবার বিভিন্ন পৌরসভার বদলি করা হলেও বিভিন্ন অজুহাত দেখিয়ে অদৃশ্য খুঁটির জোরে তিনি ফেনীতেই রয়ে গেছেন।
আজিজুল হক পৌরসভার অর্থায়নে সাবেক এমপি নিজাম হাজারীর হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত বাগান বাড়ির গ্রিন হাউজ, ৬টি বাড়ি ও ৫টি পুকুরঘাটে আলোকসজ্জা, ড্রেনেজ নির্মাণ ও পারিবারিক কবরস্থানকে সুসজ্জিত করে রাখতেন। প্রতি অর্থবছরে এর পেছনে পৌরসভার ব্যয় হতো প্রায় কোটি টাকা।
স্বজনপ্রীতি, দলীয়করণ, বাণিজ্য, সরকারি ভবন নির্মাণে কারসাজি, নিজস্ব অফিস নিয়ে চুক্তিভিত্তিক কাজ করাসহ- এমন কোনও কাজ নেই করেননি আজিজুল হক।
গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি নিজেকে ছাত্র আন্দোলনের পক্ষের সৈনিক মনে করেন। তিনি বলেন, সব সময় ফেইজবুকে ছাত্রদের পক্ষে স্টাটাস দিয়ে উৎসাহ দিয়েছি।
অফিসের একাধিক উপসহকারী প্রকৌশলী ও কর্মকর্তার অভিযোগ, প্রায় ২৩ বছর ধরে একই কর্মস্থলে চাকরি করা পৌরসভার সার্ভেয়ার বোরহান উদ্দিনকে দিয়ে বিশাল সিন্ডিকেট গড়ে তুলেছেন আজিজ। তার নিজের ও পরিবারের নামে কোটি টাকার প্লট, ফ্ল্যাট, ব্যবসাপ্রতিষ্ঠান ও জমি রয়েছে বলে জানা গেছে।
এদিকে গত ৬ নভেম্বর পৌরসভার মাসিক সাধারন সভায় ভবনের নক্সা অনুমোদনের পর পে অর্ডারের টাকা জমা না হওয়ায় সকল গ্রাহককে পে অর্ডার পরিবর্তন করে নতুন করে নোটিশ করার জন্য বলা হযেছে। এ ব্যাপারে পৌর সালিশী বোর্ড গঠন করে নির্বাহী প্রকৌশলী মো. আজিজুল হকের কাছে জবাব চাওয়া হয়েছে।
পৌর নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আবুজর গিফরী বলেন, অনুমোদন ফরমের মূল্য ও প্রতি স্কয়ার ফিট হিসেবে পৌরসভার নির্ধারিত মূল্য ব্যাংকের মাধ্যমে জমা দিতে হবে। নগদ টাকা নেওয়ার কোন বিধান নেই।
ফেনী পৌরসভার প্রশাসক গোলাম মোঃ বাতেন বলেন,ফেনী পৌরসভায় নাগরিক সেবা সহ ট্যাক্স ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে নেওয়া হয়। পৌরসভায় নগদ অর্থ নেওয়ার কোন নিয়ম নেই। সুনির্দিষ্ট অভিযোগ থাকলে আমরা অবশ্যই ব্যবস্থা নেবো।