রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে ফয়জুল করীমকে মেয়র ঘোষণার দাবিতে গণমিছিল ফয়জুল করিমকে মেয়র ঘোষণার দাবিতে বরিশালে মানববন্ধন বরিশালে নির্বাচন ট্রাইব্যুনালে মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই মামলা দায়ের ঝালকাঠিতে ৮ পরীক্ষার্থী বহিষ্কার, কেন্দ্র সচিব ও হল সুপারসহ ৯ শিক্ষককে অব্যাহতি আগৈলঝাড়ায় পঞ্চম শ্রেনীর স্কুল ছাত্রীকে ধর্ষন; থানায় মামলা দায়ের উন্মুক্ত স্থানে বর্জ্য পোড়ালে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে – পরিবেশ উপদেষ্টা চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা হাবিপ্রবি’র ২ শিক্ষার্থী হত্যার দশ বছর আজ যেখানে নামাজের কাতারে থাকেন শুধুমাত্র শিক্ষার্থীরাই, পড়া হয় জুম্মার নামাজও রূপাতলী এনায়েতুর রহমান কমপ্লেক্সে  দুই পক্ষের দ্বন্দ্ব অবসান

ফরিদপুর মৎস্য বিভাগের দায়সারা হিসাব! দশ বছরেও বাড়েনি মাছের চাহিদা!

এহসান রানা, ফরিদপুর
  • আপডেট টাইম : রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ১২৯ বার
সারাদেশের মতো ফরিদপুরেও রোববার (২৮ আগস্ট) হতে শুরু হচ্ছে জাতীয় মৎস্য সেবা সপ্তাহ। এ উপলক্ষে আজ রোববার দুপুরে ১৪ জন গণমাধ্যম কর্মী নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয় জেলা মৎস কর্মকর্তার কার্যালয়ে।
সভার শুরুতে সাংবাদিকদের সরবারহকৃত তথ্যনোটে জানানো হয়, জেলায় গত বছর মাছের উৎপাদন হয়েছে ৪৩ হাজার ৫২১ মে. টন। যা চাহিদার তুলনায় ২ হাজার ২০১ মে. টন বেশি। জনপ্রতি ৬০ গ্রাম মাছের জোগান হিসেবে ফরিদপুরে মাছের চাহিদা রয়েছে ৪১ হাজার ৩২০ মে. টন।
উপজেলা মৎস্য কর্মকর্তা বীজন কুমার নন্দীর সাথে বাস্তব চিত্রের রয়েছে বিরাট ফারাক। কেননা, মাছের চাহিদা নির্ণয়ে জনসংখ্যার যেই হিসাব ধরা হয়েছে সেটি আজ থেকে দশ বছর পূর্বের ২০১১ সালের আদমশুমারীর।
জেলা মৎস্য কর্মকর্তা মো. মনিরুল ইসলাম এই বিষয়টি স্বীকার করে বলছেন, পরিসংখ্যান কখনোই সঠিক তথ্যকে নির্দিষ্ট করতে পারেনা। তাই বাস্তব চিত্রের সাথে এর পার্থক্য রয়েছে।
মতবিনিময় সভায় সাংবাদিকেরা জানান, ফরিদপুরে ব্যাপকহারে চায়না দুয়ারি ব্যবহার করে মাছের রেণু ও পোনা ধরা হচ্ছে। বাজারেও বিক্রি হচ্ছে রিঠা, বোয়াল, রুইসহ দেশীয় প্রজাতির নানান মাছ।
বিভিন্ন সময় মৎস্য বিভাগের অভিযানে যেই কারেন্ট জাল উদ্ধার হয়, সেগুলো আবার জেলেদের নিকট গোপনে বিক্রির অভিযোগও করেন একজন সাংবাদিক। উপজেলা মৎস্য কর্মকর্তা দাবি করেন যে, অভিযোগটি সঠিক নয়।
জেলা মৎস্য কর্মকর্তা মো. মনিরুল ইসলাম বলেন, চায়না দুয়ারী ইয়াবার মতোই ভয়ংকর হয়ে আমাদের ধ্বংস করছে। এটি এখন গোদের উপড় বিষফোঁড়া হয়ে দাড়িয়েছে। আমরা এর বিরুদ্ধে সোচ্চার রয়েছি। তবে আমাদের জনবলের খুবই অভাব। কোন কোন উপজেলায় একজন কর্মকর্তা ছাড়া আর কোন জনবল নেই এমনও আছে।
সভায় জানানো হয়, ফরিদপুরে ১১ হাজার ৫৫৩ হেক্টর আয়তনের পাঁচটি নদীতে বছরে মাছের উৎপাদন হয় ৩ হাজার ৭৪৫ মে.টন। ২৯ জাজার ৮৩১টি পুকুর হতে ২১ হাজার ৩৫৭ মে.টন, ৭৯টি বিল হতে ১০৬২ মে.টন, পাঁচটি বাওড় থেকে ৮১৩ মে.টন, ২৯০টি প্লাবনভূমি হতে ৯ হাজার ৫৩ মে.টন ছাড়াও ৭৯টি খাল, পাঁচটি হ্যাচারি ও অন্যান্য উৎস হতে মাছের যোগান আসে।
তিনি জানান, গত অর্থবছরে জেলার নয়টি উপজেলার উন্মুক্ত জলাশয়ে ৬ দশমিক ৬৩ মে.টন পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। সাড়ে ১৫ হেক্টরে প্রদর্শনী খামার করা হয়েছে। জেলায় মৎস্য চাষি রয়েছে ২০ হাজার ৭০০ জন। এদের মধ্যে নিবন্ধিত মৎস্য চাষি ১২ হাজার ১৮০।
জেলা মৎস্য কর্মকর্তা বলেন, আমরা বেশকিছু মৎস্য উদ্যোক্তা তৈরি করেছি। ব্যক্তি উদ্যোগে মৎস্য হ্যাচারি করা হয়েছে একটি। আগামী পাঁচ বছর নাগাদ আমরা এসবের সুফল পাবো।
ফরিদপুরে যেই হারে পুকুর ও খাল ভরাট হচ্ছে তাতে এই তথ্যের সাথে বর্তমানের মিল রয়েছে কিনা? সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে জেলা মৎস্য কর্মকর্তা জানান, খাল বা পুকুর ভরাটের কোন তথ্য তাদের কাছে নেই।
এদিকে রোববার হতে শুরু হওয়া মৎস্য সপ্তাহ’২১ উপলক্ষে র‌্যালী, আলোচনাসভা সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com