বন্যার পানির ফলে ফরিদপুরের সদর উপজেলার ডিক্রিরচর, নর্থচ্যানেল, চরমাধবদিয়া ও আলিয়াবাদ ইউনিয়নের বিস্তীর্ণ এলাকাসহ নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে।
এছাড়া ফরিদপুরের সদরপুর , চরভদ্রাসন ও ভাঙ্গা উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে পানি ঢুকে যাওয়ায় সেখানকার অনেক গ্রাম প্লাবিত হয়েছে। পানি বন্দী হয়ে পড়েছে লাখো মানুষ।
এছাড়া এসব এলাকার অনেক জায়গায় শুরু হয়েছে নদী ভাংগন। অনেক স্থানে জিও ব্যাগ ফেলে ভাংগন রোধ করা হয়েছে। গো খাদ্য সংকট দেখা দিয়েছে বন্যা কবলিত এলাকায় ফলে বিপাকে পরেছে সেখানকার গৃহ পালিত প্রানীরা। এছাড়া বিভিন্ন পানি বাহিত রোগের আশংকা করছে বন্যা কবলিত এলাকার জনগনের এবং রয়েছে সুপেয় পানির সংকট।