এ বিষয়ে একটি জুরি বোর্ড গঠন করা হয়েছে। ঐ জুরি বোর্ডে আছেন প্রায় ৮/১০ জন কেন্দ্রীয় নেতারা। তার মধ্যে রয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক ড. দিপু মনি, প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু, কাজী জাফরউল্লাহ।
গত ২ তারিখে ফরিদপুর থেকে ১৭টি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীরা মনোনয়ন পাওয়ার প্রত্যাশায় গড়ে একেকটি ইউনিয়নের প্রায় ৫/৭ জন করে প্রার্থী হয়েছে। উপজেলা আওয়ামী লীগ সুপারিশ করে নামের তালিকাগুলো ঢাকায় আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটিতে প্রেরণ করেছে।
আগামী ৮ তারিখের মধ্যে যাচাই বাছাই করে যেকোন ১ জন করে যোগ্য ব্যক্তিদের চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষনা করবে। মনোনয়ন পাবার আশায় গত ২ তারিখ থেকে চেয়ারম্যান প্রার্থীরা ঢাকার হোটেলে অবস্থান করছে ও কেন্দ্রীয় নেতাদের সাথে লিয়াজো চালিয়ে যাচ্ছে বলে জানা যায়।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক চেয়ারম্যান প্রার্থীরা জানান, নৌকার প্রতীক নিয়ে নির্বাচন করার আশায় ঢাকায় নেতাদের কাছে এসেছি। একটু চেষ্টা করে দেখি যদি কোন কিছু করা যায়।
অপরদিকে সালথা উপজেলার গট্টি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আওয়ামীলীগ নেতা খোরশেদ খান এলাকায় উঠান বৈঠকের মাধ্যমে নির্বাচনী গণসংযোগ চালিয়ে যাচ্ছে। অপরদিকে তৃণমূল আওয়ামীলীগ নেতাকর্মী ও সাধারণ জনগনের অভিযোগ রয়েছে যে, সালথা নগরকান্দা ১৭টি ইউ.পি নির্বাচনের তালিকায় বিতর্কিত হাই ব্রীট অনুপ্রবেশকারী অনেকের নাম প্রস্তাব করে কেন্দ্রীয় কমিটিতে পাঠানো হয়েছে বলে তারা জানান।