নৌ পরিবহন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী-এমপি বলেছেন, প্রাচ্যের ভেনিস বরিশাল। যে ভেনিস শহর যেভাবে নদী-খাল দিয়ে পরিবেস্টিত, সেই খালগুলোতে এখন জলাবদ্ধতা সৃষ্টি হয়। বন্ধ হয়ে গেছে, দখল হয়ে গেছে এবং দুষনে ভড়ে গেছে।
এখন প্রাচ্যের ভেনিস এ কথাটি বলতে লজ্জাই লাগে আমাদের, ৫০ বছরের বাংলাদেশ এই জায়গাতে চলে আসলো। যখন ১৯৭২ সালে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছেন, আমাদের নদীনালাগুলোর নাব্যতা কমে গেছে, এই নদী নালাগুলোর নাব্যতা ফিরিয়ে আনতে হবে। আপনারা চিন্তা করেন আজ থেকে ৫০ বছর আগে তিনি যে কথা বলেছিলেন,আজ ৫০ বছর পর সে কথাগুলো নিয়ে আমরা চর্চা করছি।
বরিশালের কীর্তনখোলা নদীরে তীরে বিআইডব্লিউটিএর ড্রেজার বেইজ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় প্রতিমন্ত্রী আরো বলেন, আজ বিআইডব্লিউটিএ এর যে ড্রেজার বেইজ উদ্বোধন করলাম সেটাই ছিলো বঙ্গবন্ধুর সপ্ন। তিনি যে বলেছিলেন নাব্যতা ফিরিয়ে আনতে হবে, সেগুলো কিভাবে- এই ড্রেজারের মাধ্যমে ড্রেজিং করে আমাদের নাব্যতা ফিরিয়ে আনতে হবে। সেজন্য তিনি সাড়ে ৩ বছরে ৭ টি ড্রেজার সংগ্রহ করেছিলেন এবং আমাদের বহরে সাতটি ড্রেজারই ছিলো ২০০৮ সাল পর্যন্ত এটি ৮ টি ড্রেজারে উন্নীত হয়নি।
আজ বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গত ১৩ বছরে এই বিআইডব্লিউটিএর ড্রেজার বহরে ৪০ টির অধিক ড্রেজার যুক্ত করেছেন। এখন আরো ৩৫ টি ড্রেজার আমরা সংগ্রহ করছি। মানে ৭৫-৮০ টি ড্রেজার আগামী ২ বছরের মধ্যে আমাদের সংগ্রহে থাকতে যাচ্ছে।
মাননীয় প্রধানমন্ত্রী আরো ২ টি উদ্ধারকারী জলজানও তিনি ইতিমধ্যে আমাদের বহরে যুক্ত করেছেন। এসব উদাহরনে কি প্রমান হয়না, ৪০ বছরে যা হয়নি এই ১৩ বছরে তা হয়েছে। আগে কেন হয়নি,১৯৭৫ সালে যে হত্যাকান্ড তা শুধু ব্যক্তি বা পারিবারিক হত্যাকান্ড। এটি বাংলাদেশকে হত্যাকান্ডের ষড়যন্ত্র ছিলো।
৭৫ পরবর্তী কোন সরকার এই নদী মাতৃক বাংলাদেশকে ধরে রাখার চেষ্টা করেননি। যা করেছেন তা সবই লোক দেখানো।
তিনি বলেন, দক্ষিনাঞ্চলের নদীর প্রবাহ, নদী পথগুলো সঠিক রাখার জন্য বরিশালে ড্রেজার বেজ উদ্বোধন করা হলো।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপ্ন তারই কন্যা দেশরত্ন শেখহাসিনা বাস্তবায়ন করছে। এই ড্রেজার বেজে ২০-২৫ টি ড্রেজার থাকবে। শুধু এখানে নয় দেশের ১১ টি জায়গায় ড্রেজার বেজ করছি।
যেখানে ড্রেজার সংরক্ষনে থাকবে এবং সেখান থেকে ড্রেজিং ব্যবস্থাপনা মনিটরিং করা হবে। এভাবে নদী মাতৃক বাংলাদেশকে ধরে রাখতে চাই। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ১০ হাজার কিলোমিটার নৌপথ তৈরিতে এই ড্রেজার বেইজগুলো সহায়ক ভূমিকা রাখতে পারবে। ডুবোচরসহ যেকোনভাবে নাব্যতা সংকট নিরসনে আমাদের ড্রেজারগুলো তাৎক্ষনিক কাজ করতে পারবে।
তিনি বলেন,যুবকদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কাজে লাগাতে চেয়েছিলেন সোনার বাংলা গড়ার লক্ষ্যে কিন্তু এই যুবকদের জিয়াউর রহমান অস্ত্র আর মাদক তুলে দিয়েছিলো। কেন? ৭৫ পরবর্তী মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করে দেয়া হয়েছিলো। দেশকে অন্ধকারে ঠেলে দেয়ার জন্য মহাপরিকল্পনা নেয়া হয়েছিলো। যুদ্ধ অপরাধী, বঙ্গবন্ধুর খুনীদের সমাজে অর্থনীতিতে, রাজনীতিতে নিয়ে এসেছে এবং সেখানে আবার মুক্তিযোদ্ধাদের সংযোজন করেছে।বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন চরিত্র ধরে নিয়ে একটি প্লাটফর্ম তৈরি করেছে। সেই প্লাটফর্মের নাম আজকের বিএনপি। এরকম একটি জোড়াতালি দেয়া প্লাটফর্ম কখনো টিকতে পারে না। এটার উদ্দেশ্য ছিলো দেশকে ধ্বংস করা, চরিত্র নস্ট করে দেয়া।আমাদের প্রথিতযশা অস্ত্রের মুখে, অর্থের লোভ দেখিতে, ক্ষমতার লোভ দেখিয়ে ভাগিয়ে আনা হয়েছে। যেন আবহনী মোহমেডানের মতো ফুটবল টিম তৈরি করা হচ্ছে। আমাদের যুব সমাজ, যারা বিভিন্ন বোর্ড থেকে স্ট্যান্ড করেছে তাদের মতো মেধাবী ছাত্রদের সংগ্রহ করে হিজবুল বাহারে নিয়ে গেলেন এবং তাদের হাতে অস্ত্র অর্থ তুলে দিলেন। বাংলাদেশের সংস্কৃতি থেকে তাদের বের করে নিয়ে আসলেন এবং যুবকদের সামনে প্রিন্সেস টিনা খান, লাকি খানদের তুলে দেয়া হলো। যারমধ্য দিয়ে তাদের অন্ধকার যুগে ঠেলে দেয়া হলো। এই ছিলো জিয়াউর রহমানের কর্মকান্ড। দেশ প্রেমিক মুক্তিযোদ্ধা যারা সেনাবাহিনীর মধ্যে ছিলো তারা বারবার প্রতিবাদ করেছে, আর তাদের সামরিক আইনের বিচারের আওতায় ফাঁসি দেয়া হয়েছে। বাংলাদেশ বিমানবাহিনীকে বিলুপ্ত করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। নদী মাতৃক বাংলাদেশকে ধরে রাখার মনযোগ তার ছিলো না, পুরো মনযোগ ছিলো বাংলাদেশকে হত্যা করার, দেশকে বিকলঙ্গ জাতিতে পরিণত করার।
তিনি বলেন,বাংলাদেশের উন্নয়নের দিকে তাদের চোঁখ ছিলো না। ১৩ বছরে যদি প্রধানমন্ত্রী বিশ্ব মর্যাদায় দেশকে নিয়ে যেতে পারে, তাহলে ২১ বছরে যে দেশ শাশন করেছেন আপনারা তখন কেন পারেননি এ জবাব দিতে হবে। আজ বাংলাদেশ রোল মডেল।
সমগ্র পৃথিবী একটা ঝুকির মধ্যে রয়েছে। সমগ্র পৃথিবীতে জিনিস পত্রের দাম বেড়েছে। পার্শবর্তী রাষ্ট্র ভারতের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কেমন জানবেন।ইউরোপ-আমেরিকার কি অবস্থা জানবেন। সমগ্র পৃথিবীতে জিনিস পত্রের দাম বেড়ে গেছে, বাংলাদেশ কি এর বাহিরে থাকবে। আমরা কি পৃথিবীর মধ্যে একটি রাষ্ট্র। আমরা তো দেলোয়ার হোসেন সাঈদী না, যে আমরা চাঁদে গিয়ে থাকবো। আমরা পৃথিবীর মধ্যেই আছি। সমগ্র পৃথিবী ঝুকির মধ্যে আছে, সমগ্র পৃথিবীরতে জিনিস পত্রের দাম বাড়ছে। আমাদের এখানে বাড়বে এটাই স্বাভাবিক।কিন্তু বিষয়টা হচ্ছে বাংলাদেশের মানুষের ক্রয়ক্ষমতা রয়েছে কিনা, সরকার তাদের পাশে দাড়াচ্ছে কিনা। এখনও আমরা কৃষিতে, ডিজেলে, বিদ্যুতে ভর্তুকি দিচ্ছি।েআমরা ২৮ লাখ টাকার হারভেষ্টার মেশিন ১৪ লাখ টাকায় দিচ্ছি।এই তো শেখ হাসিনার দেশ পরিচালনা। আমরা তো দেখিনা বরিশাল শহর, তথা বিভাগে কেউ না খেয়ে আছে এমন সংবাদ পরিবেশন করতে তো আমরা সাংবাদিক ভাইদের দেখিনা।কারন এ দৃশ্য বাংলাদেশে নিাই। আমরা খালেদা জিয়ার সময় মঙ্গা দেখেছি, েইফতারের সময়, সেহেরির সময় মানুষ খেতে পারিনি। শত শত মানুষ অনাহারে অর্থাহারে মারা গেছে। কৃষক সারের জন্য জীবন দিয়েছে। কিন্তু এখন তো দেয়না। দেশের মানুষ এগিয়ে যাচ্ছে।
তিনি বলেন, টেন্ডার প্রক্রিয়া হয়ে গেছে, আগামী কিছু দিনের মধ্যে বরিশালে একটি অত্যাধুনিক নদী বন্দর তৈরি হবে। শুধু বরিশাল নয়, চাঁদপুর নারায়নগঞ্জসহ যতগুলো আঞ্চলিক নদীবন্দর রয়েছে,সবগুলোকে আধুনিকায়ন করা হবে। আগে বলা হতো “ওপরে ফিটফাট ভেতরে সদরঘাট”, এখন বলা হয় “দেখতে হলে ফিটফাট চলে যান সদরঘাট”। আমাদের বিআইডব্লিউটিএ এর পক্ষ থেকে সুন্দর ব্যবস্থাপনা করা হয়েছে। নৌ নিরাপত্তার জন্য আমরা বলেছি, সব সেক্টরে প্রশিক্ষিত জনগোষ্ঠীতে নিয়োগ দিতে হবে। পাশাপাশি আমরা বলেছি, ঝূকিপূর্ণ কোন নকশা আমরা নৌপথে চলতে দিবো না। ধীরে ধীরে এগুলো আমরা শূণ্যের কোঠায় নিয়ে আসবো, কারণ ওভারনাইট এটা আমরা করতে গেলে যারা এখানে বিনিয়োগ করেছেন তারা যেমন সংকটে পরবেন, তেমনি যাত্রীসেবাও সংকটের মধ্যে পরে যাবে।
তিনি বলেন, নদী দখল এবং দুষন খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমার মনে হয় নদী যে দখল হয়ে যায়, দুষন হয়ে যায় এটা নিয়ে দেশের মানুষের কোন ধারনা ছিলোনা। দক্ষিনাঞ্চলের মানুষের থাকলেও আমাদের ওখানকার মানুষের ছিলো না। এখন বাংলাদেশের ১৭ কোটি মানুষ নদী দখল এবং দুষন নিয়ে ভাবে এবং বলে এটাই হচ্ছে জননেত্রী শেখ হাসিনার বড় সফলতা। যে আমরা জনসচেতনতা সৃষ্টি করতে পেরেছি।
তিনি বলেন, বিআইডব্লিউটিএ কাজ করছে। অল্প কিছুদিনের মধ্যে নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান এখানে আসবেন এবং স্থানীয় প্রশাসনের সাথে কথা বলে এই কীর্তনখোলানদীসহ যে নদীগুলোর জায়গা দখল এবং দুষন হচ্ছে সেগুলো চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হবে। ভবিষ্যতে বরিশালে দখল হওয়া নদীর জায়গা অবশ্যই মুক্ত করা হবে।৭৫ থেকে ৯৬ পর্যন্ত কেউ নদীর পথে তাকায়নি, তাই অনেক দখল দুষন হয়ে গেছে। বরিশালে যখন আমরা ড্রেজার দেই, তখন ড্রেজারের কাটার সেকশন আটকে যায় পলিথিন আটকে। এত বেশি দুষন হয়েছে,পলিথিন পড়েছে কীর্তনখোলায়। আমাদের বুড়িগঙ্গা, কর্নফুলীর একই অবস্থা। এ জায়গা থেকে উত্তরনের জন্য আমরা অত্যাধুনিক ড্রেজার সংগ্রহ করছি। সংগ্রহ হলেই আমরা সেই পলিথিনগুলো উদ্ধার করতে পারবে। নদীতে শাশন নয়, সঠিক ব্যবস্থাপনার মধ্যে আনতে হবে।
তিনি বলেন, মেয়র যেটা দাবি করেছেন এটা বরিশালের মানুষের রাইট। প্যাডেল চালিত স্টিমার,অস্ট্রিজ, মাকসুদ, গাজী যেগুলো আছে এগুলো বরিশালের মানুষের হৃদয়ে জায়গা করে আছে। আমি ইতিমধ্যে বিআইডব্লিউটিসির চেয়ারম্যানের সাথে কথা বলেছি, তারাও সিদ্ধান্ত নিয়েছে বরিশালে এরকম একটি প্যাডেল স্টিমার /রকেট সার্বক্ষনিক থাকবে এবং বরিশালের মানুষের স্মৃতিতে যাতে এটি থেকে যায় সেধরনের ব্যবস্থা আমরা করবো।