দিনাজপুরের হিলিতে চুরি হবার এক ঘন্টার মধ্যে প্রযুক্তি ব্যবহার করে শাওমি মোবাইল ফোন উদ্ধার করে ভুক্তভোগীর কাছে হস্তান্তর করেছেন হাকিমপুর থানা পুলিশ। এদিকে চুরি হওয়া মোবাইল ফোন পেয়ে খুশি নাহিদ সরকার।
শনিবার (২৮ আগস্ট) রাত ১১ টায় হিলি চুড়িপট্টি এলাকা থেকে প্রযুক্তির মাধ্যমে মোবাইলটি উদ্ধার করা হয়। পরে আজ রবিবার সকাল সাড়ে ১০টায় নাহিদ নামের ওই ভুক্তভোগীর কাছে মোবাইলটি তুলে দেন পুলিশের এসআই জুয়েল রানা ও এসআই মাহামুদুন্নবী।
হাকিমপুর থানা অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ বলেন, শনিবার রাত ১০ টায় হিলির পার্শ্ববর্তী বিরামপুর উপজেলার মৃত মনছের আলী সরকারের ছেলে নাহিদ সরকার আমাকে মৌখিক অবগত করেন তার শাওমি মোবাইল ফোনটি চুরি হয়ে গেছে।
তার ধারনা হিলির কোথাও মোবাইলটি রয়েছে। বিয়ষটি জানার পর আমি থানার এসআই জুয়েল রানা ও এসআই মাহামুদুন্নবীকে মোবাইল ফোনটি উদ্ধারের নির্দেশ দেয়।
এসময় তারা প্রযুক্তি ব্যবহার করে হিলির চুড়িপট্টি এলাকা হতে একঘণ্টা অভিযানে শাওমি ফোনটি উদ্ধার করতে সক্ষম হয়। পরে উদ্ধারকৃত মোবাইলটি মালিক নাহিদ সরকারের হাতে তুলে দেন তারা।