রবিবার, ১৮ মে ২০২৫, ০৫:১৭ অপরাহ্ন

পেকুয়ায় বছরের পর বছরে সংস্কারহীন সড়ক : ভোগান্তিতে মানুষ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ০ বার

দীর্ঘ ১৫ বছর ধরে কক্সবাজারের পেকুয়ার গ্রামীন সড়কে নেই সংস্কার।

এতে করে চরম দুর্ভোগ পোহাগে হচ্ছে এখানকার সাধারন মানুষদের।

বছরের পর বছর ধরে এই অবস্থা চলতে থাকলেও সেদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন সুনজর নেই বললে চলে।

বিশেষ করে পেকুয়া উপজেলার এক সময়ের জনবহুল ও ব্যস্ততম সড়ক টৈটং বারবাকিয়া রাজাখালী দরবার সড়ক বিগত ১৫ বছরে সংস্কার হয়নি।

১১ কিলোমিটার রাস্তার ৭কিলোমিটার একেবারে চলাচল করা যাচ্ছে না। বড় বড় গর্তে ভরেগেছে।

জানা গেছে, টৈটং হতে বারবাকিয়ার মাঝ দিয়ে যাওয়া রাজাখালী বকশিয়াঘোনা বেড়িবাঁধ পর্যন্ত দরবার সড়কের সবুজ বাজার থেকে বেড়িবাঁধ পর্যন্ত বিলিনের পথে, বাকি অংশে ভাঙ্গা ও বড় বড় গর্তে ভরপুর।

প্রতিদিন চরম দূর্ভোগে নিয়ে এ রাস্তা ব্যবহা করছেন লক্ষ মানুষ। ১৫ বছর আগে জোট সরকারের আমলে ৪ কিলোমিটার কার্পেটিং ও ৭ কিলোমিটার এইচবিবি দ্রারা সংস্কার করা হয়েছিল।

বিগত ১৫ বছরে কোন সংস্কার বা মেরামত করা হয়নি। একটা জনবহুল সড়ক এখন চলাচল অযোগ্য রাস্তায় পরিনত হয়েছে। অনেকে বহুদূর দিয়ে বিকল্প রাস্তা ব্যবহার করছেন।

স্থানীয় বাসিন্দা যুবদল নেতা মিজানুর রহমান বলেন, এ রাস্তা ব্যবহার করা রাজাখালীর কয়েকটি ওয়ার্ডের বাসিন্দাদের দূর্ভোগের শেষ নাই।

ছোট বাচ্চাদের স্কুল বা শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো ও গুরুতর অসুস্থ রোগী এবং গর্ভবর্তী নারীদের চলাফেরা অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে।

এমন কি একটা ডেলিভারি রোগী প্রসব বেদনা নিয়ে এ রাস্তা দিয়ে হাসপাতালে যাওয়ার পথে গাড়ীতে সন্তান প্রসব হয়ে যায় এমন এমন ঘটনাও ঘটেছে। আসন্ন বর্ষার আগে সংস্কার না করলে অনেকাংশ বিলিন হওয়ার সম্ভবনা রয়েছে তাই দ্রুত এ রাস্তা সংস্কার করা হোক।

রাজাখালী ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান হোসাইন শহীদ সাইফুল্লাহ বলেন, দরবার সড়কটি অকার্যকর হয়ে পড়েছে, লোকজন, স্কুল-কলেজের ছাত্র ছাত্রী, চলাচলের জন্য খুব দূর্ভোগ পোহাতে হচ্ছে, আগামী বর্ষার আগে এই সড়ক সংস্কার করা না হলে সড়কটি বিলীন হয়ে যাবে।

স্থানীয় সরকার প্রকৌশল কার্যালয়ের পেকুয়া উপজেলা প্রকৌশলী,আসিফ মাহমুদ জানান, টৈটং, বারবাকিয়া, রাজাখালী একটি দরবার ঘাট সড়ক আছে, সেটি আসলে পেকুয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক এখানে বিভিন্ন স্থানে স্কুল আছে, এছাড়াও অনেক জনবসতি পূর্ণ রাস্তা, এটি আমরা সিটিজি ফোর নামে একটি নতুন প্রকল্প আসছে, সেখানে আমরা এটি প্রস্তাবনা দিয়েছি। প্রায় সাত কিলোমিটার রাস্তা এই প্রকল্প থেকে করা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com