পটুয়াখালীতে যুবদলের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি পুলিশের বাধায় পন্ড হয়ে গিয়েছে। বুধবার সকালে যুবদলের নেতাকর্মীরা আনন্দ র্যালি নিয়ে বিভিন্ন স্থান থেকে শহরের বনানী মোড় সংলগ্ন জেলা কার্যালয়ের সামনে আসতে চাইলে পুলিশ তাদেরকে বাধা দেয়।
এসময় পুলিশের সাথে যুবদলের নেতা কর্মিদের সাথে বাকবিতন্ডা হয়। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে জেলা যুবদলের সভাপতি মোঃ মনিরুজ্জামান লিটন কিছুসংখ্যক নেতাকর্মী নিয়ে বনানী কার্যালয়ে উপস্থিত হয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন।
জেলা যুবলীগের সভাপতি বলেন, শান্তিপূর্ন ভাবে জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের জন্য আমাদের দলীয় কার্যালয়ের সামনে আসার পথে যুবলীগ, ছাত্রলীগ ও পুলিশ আমাদের উপর হামলা চালায়। এতে অনেক নেতাকর্মীরা আহত হয়েছে।
পটুয়াখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা কোন ধরনের বাধা প্রদান করিনি। তাদের অভ্যন্তরিন দ্বন্দের কারনে তাদের ঝামেলা হয়েছে।