বর্ষা মৌসুমেও পর্যটক টানছে সাগরকন্যা কুয়াকাটা। উত্তাল ঢেউয়ের সঙ্গে পর্যটকদের মিতালি করার দৃশ্য দেখা গেছে সমুদ্র সৈকতে। পদ্মা সেতু খুলে দেওয়ায় এবারে বর্ষা মৌসুমেও পর্যটকের আনাগোনা রীতিমতো চোখে পড়ার মতো ছিল।
জানা গেছে, প্রতি বছর এই মৌশুমে কুয়াকাটায় পর্যটকের চলত আকাল। ব্যবসা-বাণিজ্যে বিরাজ করতো স্থবিরতা। সরেজমিন সমূদ্র সৈকত ঘুরে দেখা গেছে, ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে গোটা কুয়াকাটায়।
আবাসিক হোটেল খান প্যালেস এর ব্যবস্থাপনা পরিচালক রাসেল খান জানিয়েছেন, তাঁদের ৫০টি কক্ষের সব কটি শুক্রবারে ভাড়া দেয়া ছিল। যা আগে বর্ষা মৌসুমে এমনটা হয়নি। পদ্মা সেতু খুলে দেয়ায় এমনটা হয়েছে। ৬-৭ ঘন্টায় বাসযোগে পর্যটকরা এখন কুয়াকাটায় এসে সময় কাটাচ্ছেন। একই অবস্থা সিকদার রিসোর্ট এন্ড ভিলাস এর। গ্রেভার-ইন হোটেলেও রয়েছে পর্যটকে পরিপূর্ণ। পর্যটকের আগমনকে ঘিরে খাবার হোটেল ব্যবসাও জমজমাট কুয়াকাটায়।
এছাড়াও ট্যুরিস্ট পুলিশ সচেষ্ট রয়েছে পর্যটকের সার্বক্ষণিক সেবা দেয়ার জন্য। সাগরে গোসলের সময় সর্তকতা অবলম্বনের দিকনির্দেশনা দিয়ে যাচ্ছেন তারা। আকমল হোসেন নামের এক পর্যটক জানিয়েছেন, তিনি সকালের বাসে এসে দুপুরে গোসল করছেন কুয়াকাটায়।
এটি ভাবতেই বেশ ভালো লাগছে তার। বর্ষার মৌশুমে পর্যটকের আগমনে সকল শ্রেণির ব্যবসায়ীসহ বিনিয়োগকারীরা অনেকটা স্বস্তি প্রকাশ করেছেন।
কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব শরীফ জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদান্যতায় পদ্মা সেতু খুলে দেয়ার পরে কুয়াকাটা যেন পূর্ণতা পেতে চলেছে। আধুনিক বাস চলাচল বাড়ছে। পর্যটকও বাড়ছে।