পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারের সাথে রো রো ফেরি শাহজালালের ধাক্কায় প্রায় অর্ধশত যাত্রী আহত। ফেরির সামনের অংশ দুমড়ে মুচকে গেছে। আজ শুক্রবার (২৩ জুলাই) সকালে এ ঘটনা ঘটে।
তথ্য বলছে, সকাল ৯ টার দিকে বাংলাবাজার ঘাট থেকে শিমুলিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায় শাহজালাল ফেরিটি। ওই সময় ফেরিতে ৫১টি ছোটবড় যানবাহন ছিলো। এবং সাড়ে ৪শ’র বেশি যাত্রী ছিলো। প্রায় পৌনে ১০ টার দিকে ফেরিটি নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারে জোরে ধাক্কা মারে। এতে পৈরিতে থাকা যানবাহনের অনেক ক্ষতি হয়। একই সাথে সাধারণ যাত্রীরা গুরুতর আহত হয়। অনেকের ভাঙ্গা ও হাতপা কেটে ও ফেটে যাওয়ার খবর পাওয়া গেছে।
এ বিষয় ফেরিটির চালক আ. রহমান বলেন, ইলেক্টট্রিক্যালের সমস্যার কারনেই এই দুর্ঘটনার সৃস্টি হয়েছে। তবে চালকের কোন গাফিরতি রয়েছে কিনা এমন প্রশ্নের কোন সঠিক উত্তর দিতে পারেনী চালক আ. রহমান।
অপর দিকে যাত্রীদের দবি তারা বিষয়টি সম্পর্কে চালককে সতর্ক করলেও তারা যাত্রীদের কথার কোন গুরুত্ব দেননী।
নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. জাহাঙ্গীর আলম খান জানান, নির্মাণাধীন পদ্মা বহুমুখী সেতুর পিলারের সঙ্গে ফেরি শাহজালালের সংঘর্ষের বিষয়টি তদন্তের জন্য বিআইডব্লিউটিসির পরিচালক (বানিজ্যিক) এসএম আশিকুজ্জামানকে আহ্বায়ক করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
অপর সদস্যরা হলেন- বিআইডব্লিউটিসিএর পরিচালক (নৌ.স ও প) মো. শাহজাহান এবং বিআইডব্লিটিসির এজিএম (মেরিন) আহমেদ আলী ও এজিএম (ইঞ্জিনীয়ারিং) রুবেলুজ্জামান।
কমিটিকে আগামী তিন দিনের মধ্যে সংস্থার চেয়ারম্যানের কাছে রিপোর্ট দিতে নির্দেশ দেওয়া হয়েছে।