নিশ্চিত জ্ঞান
সিবলু মোল্লা
===============================================================
তারে তারে হচ্ছে চুরি,
পাচার হচ্ছে টাকা।
ডিগ্রী তে কি লাভ হবে?
চাই পরতেপরতে নিশ্চিত জ্ঞাণ থাকা।
আধিক্যতায় মোহাচ্ছন্ন দেশ,
দেশদ্রোহীতার কাটেনি রেশ।
বঙ্গবন্ধুরর সোনার বাংলা,
হবে কি এমনেই শেষ।
নায়ের মাঝি আজ উড়োজাহজি ,
অবাক হবার নয় কিছু।
আব্রাহাম ওবামরা ধরনী মাঝে,
ছিল জাতী ভেদে নিচু।
তারাই শিখালো বাচার লড়াই,
জীবন যুদ্ধে হয়ে জয়ী।
দারিদ্র আর কৃষ্ণ বরন,
বাধা হয়নি কোন অবক্ষয়ই।
জয়বাংলা শ্লোগানে কাপিয়ে বাংলা,
পড়িয়া মুজিব কোট।
অন্তরে মুজিবর নাই,
মিছে বলে দুই ঠোট।
ব্রেকহীন ট্রেনকে কখনও,
যাবেনা করা বস।
আদর্শহীনতা আমাদের মাঝে,
নামাতে পারে ধ্বস।
বঙ্গবন্ধুর সোনার বাংলার,
রাখতে হলে মান।
জাগ্রত হয়ে ধরনা কেহ,
মিছে ঘুমাবার ভান।
স্বপ্নে আমায় ক্রন্দনরত,
সেই মুজিবর কয়।
দেখে শুনে ভার ছেকে দিও,
লাগছে খুবই ভয়।
মুজিবের সেই ভাষনটি আজ,
হৃদয়ে নাড়া দিচ্ছে বেশ।
আমার কোম্বল কোথায়,
উত্তর দে বাঙ্গালির বাংলাদেশ।
হিয়ার মাঝে জিয়ায়ে রাখা,
না বলা কত কথা।
আমি বুঝি আর না বুঝি,
এজন্য বঙ্গবন্ধু আনেনি স্বাধিনতা।
যা কিছু আছে শুধু মনের জোরে,
দিয়েছিলেন স্বাধীনতার ডাক।
হায়রে বাঙ্গলি স্বাধিনতা পেয়ে বলেছ,
বঙ্গবন্ধু আজ শিকায় তোলা থাক।
যাহার জন্য সোনার বাংলায়,
বাঙ্গালিরা পেল দেশ।
হায় আফসোস ওদের ধিক্কার,
ওরাই করলো সেই মুজিব কে স্বজনসহ শেষ।