রাজশাহীর নাটোরের সড়ক দুঘৃটনায় এক যুবক নিহতের ঘটনা ঘটেছে। এসময় দুই শিশু আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে নলডাঙ্গা উপজেলার বাঁশভাগ গ্রামে থ্রি হুইলারের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে আল আমিন (২০) নামে এক যুবক নিহত হয়েছে।
বুধবার (২১ জুলাই) সকাল ১০ টার সময় নলডাঙ্গা পাটুল সড়কের বাঁশভাগ স্লুইস গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আল-আমিন ওই উপজেলার পাটুল গ্রামের রাশেদুল ইসলামের ছেলে। আহত দুইটি শিশুরা হলো- জিসান (৪) ও জিহান (১০) একই গ্রামের জুয়েল হোসেনের ছেলে। তারা দু’জনই নিহত আল-আমিনের চাচাতো ভাই।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম মৃধা ঘটনার সত্যত স্বীকার করে বলেন, ঘটনার পর থেকেই থ্রি হুইলাচালক পলাতক রয়েছেন।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় এখনও কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি মো. নজরুল ইসলাম মৃধা।