অগ্রনী ব্যাংক লিমিটেড বরিশাল সার্কেলের সকল নির্বাহী, কর্পোরেট শাখা প্রধান, অঞ্চণ প্রধান ও শাখা ব্যবস্থাপকদের নিয়ে উজ্জীবীত অগ্রযাত্রা ২০২২ এর সফল বাস্তবায়নের লক্ষে আয়োজিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ অক্টোবর) সকালে বরিশাল নগরীরর বরিশাল ক্লাবের গোলাম মাওলা অডিটরিয়ামে বরিশাল সার্কেল মহাব্যবস্থাপক গোলাম কিবরিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অগ্রনী ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. মুরশেদুল কবীর, বিশেষ অতিথি ছিলেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান গাজী, উপ-ব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথী তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রীর ঘোষিত প্রনোদনা প্যাকেজ সঠিক ভাবে বাস্তবায়নের জন্য সকলকে নির্দেশনা প্রদান করন। এছাড়াও ব্যবসায়িকদেও বিভিন্ন ধরনের লোন দেয়া ও সঠিকভাবে আদায়ের লক্ষ নিয়ে কাজ করার কথা বলেন। দেশের উন্নয়নের জন্য অগ্রনী ব্যাংকের সকল সদস্যদের সততা ও নিষ্ঠার সাথে কাজ করার নির্দেশ দেন তিনি।