রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে ফয়জুল করীমকে মেয়র ঘোষণার দাবিতে গণমিছিল ফয়জুল করিমকে মেয়র ঘোষণার দাবিতে বরিশালে মানববন্ধন বরিশালে নির্বাচন ট্রাইব্যুনালে মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই মামলা দায়ের ঝালকাঠিতে ৮ পরীক্ষার্থী বহিষ্কার, কেন্দ্র সচিব ও হল সুপারসহ ৯ শিক্ষককে অব্যাহতি আগৈলঝাড়ায় পঞ্চম শ্রেনীর স্কুল ছাত্রীকে ধর্ষন; থানায় মামলা দায়ের উন্মুক্ত স্থানে বর্জ্য পোড়ালে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে – পরিবেশ উপদেষ্টা চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা হাবিপ্রবি’র ২ শিক্ষার্থী হত্যার দশ বছর আজ যেখানে নামাজের কাতারে থাকেন শুধুমাত্র শিক্ষার্থীরাই, পড়া হয় জুম্মার নামাজও রূপাতলী এনায়েতুর রহমান কমপ্লেক্সে  দুই পক্ষের দ্বন্দ্ব অবসান

দক্ষিনাঞ্চলের ১১০০ সহকারী শিক্ষকের হতাশা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ৩৫৩ বার
প্রতিকী ছবি

পটুয়াখালীর গলাচিপায় এখনো প্রায় ১ হাজার ১০০ শিক্ষক ১৩ গ্রেড থেকে বঞ্চিত। সরকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১৩তম গ্রেডে উন্নীত করলেও  ফলে ওই শিক্ষকরা হতাশায় দিন পার করছেন।

 

 

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলছেন, সবকিছু প্রস্তুত করে হিসাবরক্ষণ অফিসে জমা দেওয়া হয়েছে। এ বিষয়ে কাজ চলমান রয়েছে। শিগগিরই সমাধান হবে। ১৩তম গ্রেডে বেতন ও বোনাস পাওয়া রাঙ্গাবালী উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের কর্মরত শিক্ষক মো. ইমরান ও দশমিনা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. আনোয়ার হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের ১৫তম গ্রেড থেকে ১৩তম গ্রেডে উন্নীত করেছেন।

 

 

আজ চার মাস হলো নতুন গ্রেডে আমরা সব সুযোগ-সুবিধা ভোগ করছি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক ১৩তম গ্রেড-বঞ্চিত একাধিক শিক্ষক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের ১৫তম গ্রেড থেকে ১৩তম গ্রেডে উন্নীত করায় আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।

 

সারাদেশের শিক্ষকরা ১৩তম গ্রেড বেতন পেলেও শুধু গলাচিপার প্রায় ১ হাজার ১০০ শিক্ষক ১৩তম গ্রেড থেকে বঞ্চিত। এর মূল কারণ এজি অফিস ও শিক্ষা অফিসের চরম অবহেলা। আমরা বর্তমানে ১৩তম গ্রেডে বেতন পাচ্ছি। অথচ জেলার বাকি সব উপজেলার শিক্ষকরা ১৫তম গ্রেডে বেতন ও বোনাস ভোগ করছেন।

 

গলাচিপার প্রাথমিক শিক্ষক সমিতির নেতা মো. রিন্টু বলেন, গলাচিপা উপজেলায় আমাদের শিক্ষকরা এখনো ১৩তম গ্রেডের আওতায় আসতে পারেননি। এখনো অনেক কাজ রয়েছে। সব কাজ শেষ হতে অনেক সময় লাগে। তিনি আরও বলেন, উপজেলা হিসাবরক্ষণ কার্যালয়ের লোকবল-সংকট রয়েছে। এ জন্য কাজ শেষ হতে সময় লাগছে।

 

গলাচিপা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রেজাউল ইসলাম বলেন, গত এপ্রিল মাসের শেষ সপ্তাহে গলাচিপা উপজেলার শিক্ষকদের ১৩তম গ্রেডে উন্নীতের কাগজ প্রস্তুত করে আমরা উপজেলা হিসাবরক্ষণ অফিসে জমা দিয়েছি। সব ফাইল এখন তাদের হাতে। হিসাবরক্ষণ কর্মকর্তা কাজ করছেন। সব কাজ চলমান রয়েছে। শিগগিরই সমাধান হবে।

 

 

এ বিষয়ে জানতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইদুজ্জামানের মোবাইল নম্বরে একাধিকবার কল ও এসএমএস দিলেওতিনি কল রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি। উল্লখ্য, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ২০২০ সালের ৯ ফেব্রুয়ারি সহকারী শিক্ষকদের ১৩তম বেতন গ্রেডে উন্নীত করার আদেশ জারি করে। আইন অনুসারে যেদিন থেকে গেজেট জারি করা হয়েছিল, সেদিন থেকেই গ্রেড কার্যকর হওয়ার কথা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com