রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ০৪:২১ পূর্বাহ্ন

তাজরীন গার্মেন্টস ট্রাজেডি ৯ বছর: নিহতদের শ্রদ্ধা

রিফাত হোসেন, সাভার
  • আপডেট টাইম : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১
  • ১৮০ বার

আশুলিয়ায় তাজরীন ফ্যাশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ৯ বছর আজ। সেদিনের দুর্ঘটনায় নিহত শতাধিক শ্রমিক।

 

আহত হয়ে বেঁচে ফিরেছেন আরো কয়েকশ’ শ্রমিক। ভয়াবহ অগ্নিকাণ্ডের ৯ম বার্ষিকীতে নিহত শ্রমিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

 

বুধবার সকালে পুড়ে যাওয়া গার্মেন্টসের ফটকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন প্রথম শ্রদ্ধা নিবেদন করে।

 

এরপর একে একে শ্রদ্ধা নিবেদন করেন সে সময় কারখানাটিতে কাজ করা আহত শ্রমিক, নিহতদের স্বজন ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা।

 

টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি তপন সাহা বলেন, আজকের এই দিনে প্রথম প্রহরে আমরা তাজরিন গার্মেন্টসে অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছি।

 

প্রতিবারের মতই এই কর্মসূচিতে শ্রমিকরা অংশ নিয়েছেন। তাজরিন অগ্নিকাণ্ডের নবম বছরে এসেও আমরা ক্ষতিগ্রস্ত শ্রমিক ও তাদের পরিবারের পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবি জানিয়ে আসছি।

 

আজকের এই দিনে আমরা আবারো ক্ষতিপূরণ ও পুনর্বাসনসহ মালিক দেলোয়ারের বিচার বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের দৃষ্টি কামনা করছি।

 

তিনি আরো বলেন, এই দিনটিতে প্রতিবারই আমাদের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে নানা কর্মসূচি পালন করে থাকি। আজ গাজীপুর ও নিশ্চিন্তপুরে স্মরণসভার আয়োজন করা হয়েছে।

 

২০১২ সালের ২৪ নভেম্বর আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরিন গার্মেন্টসে আগুন লাগে। ওই ঘটনায় মারা যান ১১৪ জন শ্রমিক।

 

আহত হন প্রায় দুই শতাধিক শ্রমিক। ঘটনার ৯ বছর পেরিয়ে গেলেও নিশ্চিন্তপুরে ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবিতে মানবেতরভাবে জীবনযাপন করছেন ক্ষতিগ্রস্তরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com