বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০২:১৭ অপরাহ্ন

তরুনীকে অপহরণের ঘটনায় জসীম উদ্দিনকে বাড্ডা থেকে গ্রেফতার করেছে র‌্যাব

ডেক্স নিউজ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ১৫৯ বার

ব্রাহ্মনবাড়িয়া সদর উপজেলায় আলোচিত ফিল্মি স্টাইলে এসএসসি পরীক্ষার্থী তরুনীকে অপহরণের ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামী ও মূল পরিকল্পনাকারী মোঃ জসীম উদ্দিন’কে রাজধানীর বাড্ডা থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

 

গত ৯ অক্টোবর ব্রাহ্মনবাড়িয়া সদর উপজেলার কতিপয় ব্যক্তি এসএসসি পরীক্ষার্থী এক তরুণী‘কে জোরপূর্বক প্রাইভেটকারে উঠিয়ে অপহরণ করে। পরবর্তীতে অপহরণকারীরা ভূক্তভোগী তরুনীকে বিভিন্ন স্থানে ঘুরে সন্ধ্যার দিকে সদর উপজেলার সুহিলপুর এলাকায় তরুনীকে নামিয়ে দেয়।

 

উক্ত ঘটনায় ভূক্তভোগী তরুনীর মা বাদী হয়ে ব্রাহ্মনবাড়ীয়া সদর থানায় জসিম উদ্দিনসহ ৫ জন’কে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৩০ ধারায় একটি মামলা দায়ের করে। যার মামলা নম্বর- ১০, তারিখ: ১১ অক্টোবর ২০২১।

 

এ ব্যপারে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় আজ ১২ অক্টোবর সকালে র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র‌্যাব-২ এর একটি আভিযানিক দল রাজধানীর বাড্ডা এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত অপহরণ মামলার প্রধান আসামী ও মূল পরিকল্পনাকারী মো: জসিম উদ্দিন (২৫), পিতা: মো: ধন মিয়া, থানা ও জেলা: বি-বাড়িয়া’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মো: জসিম উদ্দিন মধ্যপ্রাচ্য প্রবাসী। ভূক্তভোগী তরুনীর ভাষ্যমতে দীর্ঘদিন যাবৎ সে এসএসসি পরিক্ষার্থী তরুনীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। স্কুলে যাওয়া ও প্রাইভেট পড়তে আসা-যাওয়ার সময় জসিম উদ্দিন প্রায়ই তরুনীকে উত্তক্ত করত বলে স্বীকার করে। কিন্তু তরুনী প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় বিভিন্ন সময় জসিম উদ্দিন তরুনীকে অপহরণসহ বিভিন্ন ভয়ভীতি দেখায়।

 

ঘটনার দিন তরুনী স্কুল শেষে বাসায় যাওয়ার পথে জসিম উদ্দিন ও তার কয়েকজন সহযোগী (ইরফান এবং আশিক) সহ ভূক্তভোগী তরুনীকে জোরপূর্বক টানা হেচড়া করে একটি প্রাইভেটকারে উঠিয়ে অপহরণ করে নিয়ে যায়।

 

পরবর্তীতে বিকাল আনুমানিক সাড়ে ৫ টা পর্যন্ত জোরপূর্বক আটকে রেখে বিভিন্ন স্থানে ঘুরাঘুরি করে সন্ধ্যার দিকে জসিম উদ্দিন তার এক নিকটাত্মীয়ের বাসায় তরুনীকে নিয়ে যায়। অত:পর ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম, গণমাধ্যম ও এলাকায় জানাজানি হওয়ায় গ্রেফতারকৃত জসিম উদ্দিন ভ‚ক্তভোগীকে আনুমানিক রাত ৮ টায় ছেড়ে দিয়ে পলায়ণ করে।

 

পরবর্তীতে গ্রেফতারকৃত জসিম উদ্দিন রাজধানীর বাড্ডায় তার এক নিকটাত্মীয়ের বাসায় আত্মগোপন করে। জিজ্ঞাসাবাদে আরও জানা জায় যে, গ্রেফতারকৃত জসিম উদ্দিন প্রাইভেটকারটি তার এক আত্মীয়ের নিকট হতে ভাড়ায় গ্রহণ করে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com