সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান পদত্যাগ পত্র জমা দিয়েছে সচিবালয়।
আজ মঙ্গলবার দুপুরে নিজ স্বাক্ষরিত পদত্যাগ পত্রটি জমা দেয়া হলে এখন থেকে মুরাদের মন্ত্রীত্ব আর নেই।
যদিও পদত্যাগ পত্রে তিনি ব্যক্তিগত কারন উল্লেখ করেছেন।
একই সাথে তার কুরুচিপূর্ণ মন্তব্যর জন্য দেশবাসীর কাছে ক্ষমাও চেয়েছেন।
উল্লেখ্য, ডা. মুরাদ ইতি মধ্যে সংবিধানে বিসমিল্লাহ উঠিয়ে দিতে হবে, তারেক জিয়ার কন্যাকে নিয়ে অশ্লীল মন্তব্য এবং সবশেষ অভিনেত্রী মাহিয়ার সাথে গোপন কথার কল রেকর্ড ভাইরালের পরপরই নড়েচড়ে বসে তার নির্বাচিত দল বাংলাদেশ আওয়ামীলীগের সকল পর্যায়ের নেতাকর্মীরা।
তারই প্রেক্ষিতে গতকাল দলের সা. সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তাদের দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে পরামর্শে রাতেই বিতর্কিত সদ্য বরখাস্ত প্রতিমন্ত্রী মুরাদকে পদত্যাগের নির্দেশ দেন মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে।