রবিবার, ০৪ মে ২০২৫, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ড. ইউনুস যে ডেডলাইন দিয়েছেন ডিসেম্বর থেকে জুন, এটা যথেষ্ট যৌক্তিক; ব্যারিস্টার ফুয়াদ ১৮ বছর পরে নারী নেতৃত্বে উত্তরণ আসতে শুরু করেছেন ক্যান্ডিডেট-অভিবাবকেরা; প্রশ্নফাঁসের গুঞ্জনে কান না দিতে পরামর্শ  মেয়রের পদ ফিরে পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছে ইসলামি আন্দোলনের নায়েবে আমীর মুফতি মোঃ ফয়জুল করীম ইমাম নিয়ে বিরোধ : যুবদল কর্মী রক্তাক্ত জখম গৌরনদী উপজেলা গণঅধিকার পরিষদের কমিটি গঠণ যুক্তরাষ্ট্র যাওয়ার সময় বিমানবন্দরে বানারীপাড়া উপজেলা আ.লীগ সম্পাদক সানা আটক মে দিবসের অনুষ্ঠান শেষে ফেরার পথে শ্রমিকদল নেতা নিহত পুলিশের পুলিশ সুপার পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে বদলি শিশুর লাশ দাফনের ২ মাস পর কবর থেকে লাশ উত্তোলন

ড. ইউনুস যে ডেডলাইন দিয়েছেন ডিসেম্বর থেকে জুন, এটা যথেষ্ট যৌক্তিক; ব্যারিস্টার ফুয়াদ

বরিশাল অফিস
  • আপডেট টাইম : শনিবার, ৩ মে, ২০২৫
  • ১ বার

আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, নির্বাচন, সংস্কার, বিচারের কোনটার সাথে কোনটার সাংঘর্ষিক বাস্তবতা নেই। পুরোটা মিলিয়ে গণঅভ্যুত্থান। গণঅভ্যুত্থানের পক্ষ হচ্ছে রাজনৈতিক দলগুলো, যারা ১৭-১৮ বছর ধরে ধারাবাহিকভাবে নির্বাচনের দাবি করছে।

রাজনৈতিক দল ক্ষমতায় যেতে চাইবে জনগণের মতামত নিয়ে, সে নির্বাচন চাইবে এটা যৌক্তিক এবং এটা হাজারবার চাওয়াটাও যৌক্তিক। আর এটা করলে তাদেরকে ট্রল করা, হেয় করাটা একদম অনৈতিক।

আজ শনিবার (৩ মে) দুপুরে বরিশাল প্রেসক্লাবের তৃতীয় তলার মিলনায়তনে আমার বাংলাদেশ (এবি) পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী ও বরিশাল বিভাগের উন্নয়ন কার্যক্রম বিষয়ে নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।

পার্টির জেলা ও মহানগর শাখার আয়োজনে সমাবেশে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ আরও বলেছেন, রাষ্ট্র হচ্ছে দেবী দুর্গার দশ হাতের মতো।

রাষ্ট্র একটা কাজ করলে আরেকটা করতে পারবে না, ব্যাপারটা সেরকম নয়। আলাদাভাবে তাকে শত কাজ করতে হবে। তাকে রাস্তাও মেরামত করতে হবে, নাগরিকদের সুরক্ষাও দিতে হবে, হাসপাতাল বানাতে হবে, ডাক্তার তৈরি করতে হবে, ৪২ বিসিএস থেকে দুই হাজার ডাক্তারও নিতে হবে, রেড ক্রিসেন্টের দুর্নীতিও বন্ধ করতে হবে। রাষ্ট্রকে প্যারালালই সবই করতে হবে এবং সে ক্ষমতা রাষ্ট্রের রয়েছে।

তিনি বলেন, প্রফেসর ড. ইউনুস যে ডেডলাইন দিয়েছেন ডিসেম্বর থেকে জুন, এটা যথেষ্ট যৌক্তিক। ইন্টারন্যাশনালি উনি যে কথাটা দিয়েছেন, তার ইমেজের কারণে সে ওই ওয়াদা থেকে ফিরে আসবেন এটা আমি বিশ্বাস করিনা।

এখন পর্যন্ত ওনাকে সন্দেহ করার কোন জায়গা আমাদের কাছে নেই। অতএব এই রোডম্যাপের ওপর আমরা ভরসা রাখতে চাই। গুরুত্বপূর্ণ হচ্ছে ডায়ালগ। জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে কন্টিনিউয়াসলি রাজনৈতিক দল অংশীজনের সবার সাথে কথা বলা দরকার, যাতে আমাদের মাঝে ভুল বোঝাবুঝি কমে যায়।

ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, আওয়ামী প্রোপাগান্ডা মেশিন আছে অনলাইনে এবং অফলাইনে। তারা পরিকল্পিতভাবে বিএনপি সেজে এনসিপিকে অ্যাটাক করছে এবং এনসিপি সেজে বিএনপিকে অ্যাটাক করছে। অনলাইনে দেখবেন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি এবং এনসিপির নেতাকর্মীরা দ্বন্দ্বে-সংঘাতে জড়িয়ে যাচ্ছে। কোথাও কোথাও হাতাহাতি মারামারিতে পর্যন্ত গড়াচ্ছে।

আমাদের বক্তব্য গণঅভ্যুত্থানের শক্তিগুলোকে আমরা বিভাজিত দেখতে চাইনা। দেশের মানুষও দেখতে চায়না। দেশের মানুষ দিল্লি এবং আওয়ামী লীগ সাপেক্ষে সবাইকে একত্রিত দেখতে চায়। কিন্তু এরমধ্যে রাজনৈতিক বৈচিত্র্য থাকবে। গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে সহনশীলতার ভিত্তিতে দ্বিমত থাকবে। আমরা একজন আরেকজনের সমালোচনা করবো কিন্তু কারও সম্মান ক্ষুণ্ন করে নয়, অসহনশীল হয়ে নয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com