ডেপুডিল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মেধাবী ছাত্র ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ৪নং মাওহা ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান নুর মোহাম্মদ কালন মাস্টার ও বালুয়াপাড়া পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেবুন নেছা (মুক্তা)’র বড় ছেলে জুবায়ের নুর প্রজ্ঞা( কিরন) এর ১ম জানাযা শুক্রবার (১১ফেব্রুয়ারি) সকাল ১০:৩০টার সময় অনুষ্ঠিত হয়েছে।
তার আকষ্মিক মৃত্যুতে আনন্দ বার্তা পত্রিকার ময়মনসিংহ জেলা প্রতিনিধি মোহাম্মদ সাইফুল আলম গভীর ভাবে শোকাহত। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
তার মামাত ভাইয়ের অকাল মৃত্যুতে শোকাভিভূত কন্ঠে বলেন, ভাইরে নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। তুই ছিলি আমার জীবনে দেখা সবচেয়ে নম্র, ভদ্র, একজন মেধাবী ছাত্র। সবাইকে কাঁদিয়ে এইভাবে অসময়ে চলে গেলি। কোন ভাবেই মেনে নিতে পারছি না ভাই।
মরহুমের জানাযার নামাজ সকাল ১০:৩০ মিনিটে গৌরীপুর সরকারি কলেজ ঈদগাহ মাঠে ১ম জানাযা সম্পন্ন হয়েছে এবং বাদ জুমা দুপুর ২:৩০ মিনিটে কিল্লাতাজপুর গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।