ঠাকুরগাঁওয়ে এক মহিলাকে মারপিটের অভিযোগ এনে পুলিশের বিরুদ্ধে সংবাদ সম্মেলনের প্রতিবাদ জানিয়েছে সদর থানার ওসি তানভিরুল ইসলাম। বুধবার তিনি লিখিত একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ প্রতিবাদ জানান।
লিখিত প্রতিবাদে তিনি বলেন, গত ৩১ মে রাতে পৌর শহরের টিকাপাড়া মহল্লায় এক নারীকে মারপিট করা হচ্ছে এমন খবর পাই। তাৎক্ষনিক বেতার যন্ত্রের মাধ্যমে পুলিশ ফাঁড়ি ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মিজানুর রহমান ও এএসআই মাসুদ রানাকে ঘটনাস্থলে পাঠাই। পরক্ষনেই ঘটনাস্থলের কাছে অবস্থান করায় থানার সেকেন্ড অফিসার এসআই আব্দুস সামাদকেও সেখানে যেতে বলি।
তারা সেখানে গিয়ে দেখেন একটি মেয়ে কান্না করছেন। তার কাছে কান্নার কারণ জানতে চাওয়া হলে মেয়েটি অজ্ঞান হয়ে যায়। পুলিশ মেয়েটিকে চিকিৎসা গ্রহন করে এজাহার দায়েরের কথা জানায়। পরে ১ জুন মেয়েটি থানায় একটি লিখিত অভিযোগ দিলে একটি মামলা রজু করে মামলার তদন্তভার এসআই আব্দুস সামাদকে দেওয়া হয়।
পুলিশ আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রেখেছে। কিন্তু সংবাদ সম্মেলনে ওই মেয়ে উল্লেখ করেন, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুস সামাদ তাকে ভয়ভীতি ও হুমকী দিয়ে তার কাছে এজাহার রেখে দিয়ে সাদা কাগজে স্বাক্ষর করিয়ে নিয়েছেন। এ জাতীয় কোন ঘটনা সেদিন ঘটেনি উল্লেখ করে প্রকৃত ঘটনা আড়াল করে মনগড়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সদর থানার ওসি তানভিরুল ইসলাম।
উল্লেখ্য যে গত মঙ্গলবার ভুক্তভোগী নারী ঠাকুরগাঁও শহরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে এইসব অভিযোগ করে ছিলেন।