ঠাকুরগাঁওয়ে লকডাউনে দিশেহারা হয়ে পড়া দরিদ্র শ্রমজীবী মানুষের মাঝে ৫০% ছাড়ে নিত্য প্রয়োজনিয় দ্রব্য ও কাঁচা বাজার বিক্রী করছেন “হাসিমুখ”নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
আজ শুক্রবার সকাল ১১টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে ঠাকুরগাঁও পৌর মেয়র আঞ্জুমানারা বেগম বন্যা এর সভাপতিত্বে অসহায় ও শ্রমজীবী পরিবারের মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করেছে স্বেচ্ছাসেবী সংগঠন “হাসিমুখ”
এই সংগঠনটির সভাপতি মিঠুন হাসান জানান,আমাদের এই স্বেচ্ছাসেবী সংগঠনের মূল উদ্দেশ্য অসহায়, দারিদ্র্য ও শ্রমজীবী মানুষেরা যেন ৫০% কম দামে তাদের নিত্যপ্রয়োজনীয় কাচামাল সমূহ ক্রয় করতে পারেন।যাতে দুমুঠো ভাত, ডাল কম দামে ক্রয় করে রাত টুকু যাপন করতে পারেন।
তিনি আরো বলেন,এই কঠোর লকডাউনে শ্রমজীবী মানুষদের আয়ের পরিমান খুবই কম।যার প্রেক্ষিতে আমাদের এই ব্যাতিক্রম উদ্যোগ।
পৌর মেয়র আঞ্জুমানারা বেগম বন্যা বলেন,”হাসিমুখ” স্বেচ্ছাসেবী সংগঠনের এই ধরনের ব্যাতিক্রমি উদ্যোগকে সাধুবাদ জানাই।
সেই সাথে তিনি আরো জানান,এই স্বেচ্ছাসেবী সংগঠনের ভর্তুকির দোকানটি চালানোর জন্য অনেক অর্থের প্রয়োজন।যদি আমাদের সমাজের বিত্তবান মানুষেরা একটু তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেন তবে এই সংগঠনটি গরীব ও অসহায় মানুষদের মাঝে এভাবেই ৫০% মূল্য ছাড়ে দোকানটি চালিয়ে যেতে পারবে। আপনাদের একটু সহযোগিতাই হতে পারে “কারো মুখের অন্ন”
আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলার পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনর্চাজ তানভিরুল ইসলাম,ঠাকুরগাঁও জেলা পরিষদের সদস্য মোঃ নজরুল ইসলাম স্বপন,ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃএমদাদুল ইসলাম ভূট্টো,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃসোহেল রানা,উক্ত সংগঠের সভাপতি মোঃমিঠূন হাসান,সাধারণ মোঃনাঈম খানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।