আজ ১৫ জুন মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের উরাও বস্তির পাকা রাস্তা সংলগ্ন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সহ মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন।
এসময় বাংলা মদ সেবনের সময় হাতে নাতে ধরা পড়েন ১। মোঃ ফরহাদ (২৭) পিতার নাম সোহরাব আলী সে জগন্নাথপুর বাহাদুরপুরা গ্রামের বাসিন্দা, মোঃ আলমগীর (২৯) মোঃ ফয়জুল ইসলাম (৩৪), শাহজাহান (৩৫), ফজলে রাব্বী মোহাম্মদ তোহা(২৭)
সেখানে প্রায়ই উক্ত ব্যক্তিরা বাংলা মদ সেবন করে ,তারা আজ মদ সেবনকালে স্থানীয় একজন উপজেলা নির্বাহী অফিসারকে জানালে,তাদের হাতে নাতে আটক করা হয়। আটকের পর তাদের জিজ্ঞেস করলে দোষ স্বীকার করেন।ঘটনা স্থলেই তাদের প্রত্যেককে ১ মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার।
তিনি আরো বলেন জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।