টাঙ্গাইলের মধুপুরে পিকআপের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন পুরুষ, একজন মহিলা ও এক শিশু রয়েছে।
শুক্রবার (৭ জানুয়ারি) সকাল ৭টার দিকে মধুপুর বাসস্ট্যান্ড সংলগ্ন রুপালী ফিলিং স্টেশনের কাছে এ ঘটনা ঘটে।
নিহত পুরুষের বাড়ি শেরপুরের শ্রীবরদী উপজেলায়, এবং শিশু ও নারীর বাড়ি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায়। তবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক কামাল সাংবাদিকদের বলেন, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় শিশু ও তার মাসহ তিনজন নিহত হয়েছেন। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনা কবলিত পরিবহনগুলো জব্দ করে থানায় আনা হয়েছে।
নিহতদের পরিচয় শনাক্তে চেষ্টা চলছে বলে জানান তিনি।