এদিকে লকডাউনের কঠোর বিধিনিষেধ জারি থাকার পরেও এরমধ্যে হঠাৎ রপ্তানিমুখী কারখানা খুলে দেয়ার ঘোষণায় মারাত্মক দুর্বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষেরা। মহাসড়কে গণ পরিবহন না থাকায় অবর্ণনীয় দুর্ভোগ সয়ে কর্মস্থলে ফিরতে হচ্ছে তাদের।
অবশ্য কারখানা কর্তৃপক্ষ বলছে, তাদের অধিকাংশ শ্রমিকই কারখানার আশেপাশে থাকেন যারা ঈদে বাড়ি যায়নি। যারা ঈদে বাড়ি গিয়েছেন তাদের ব্যাপারে ৫ আগস্ট পর্যন্ত ছাড় দেয়ার অনুরোধ জানিয়েছে প্রশাসন সংশ্লিষ্টরা।
৫ আগস্ট পর্যন্ত কঠোর বিধিনিষেধ জারি আছে। ঈদের আগে দেয়া সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছিল ওইদিন পর্যন্ত রপ্তানিমুখী কারখানাসমূহ বন্ধ থাকবে। যে কারণে মহাসড়কের ভোগান্তি সয়েও ঈদে বিপুলসংখ্যক শ্রমজীবী মানুষ বাড়ি গিয়েছিলেন। গতকাল সন্ধ্যায় হঠাৎ করে আগের প্রজ্ঞাপন বাতিল করে আগামীকাল থেকে কারখানা খোলা রাখার ঘোষণা দেয়া হয়েছে। এতে মারাত্মক দুশ্চিন্তা ও দুর্ভোগে পড়েছেন দূরদূরান্তে থাকা শ্রমিকেরা।
গত রাতেই রংপুর, দিনাজপুর, রাজশাহী, খুলনা থেকে শ্রমজীবী মানুষেরা ট্রাক, পিকাপ ও অ্যাম্বুলেন্সে করে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। এদিক পোশাক কর্মী বাবুল হোসেন বলেন গণপরিবহন চালু না করে গার্মেন্টস খুলে দেয়ায় বিপাকে পড়েছে সে, রাজেন্দ্রপুর চৌরাস্তা থেকে জৈনাবাজার যাচ্ছে প্রায় স্বাভাবিকের চেয়ে তিনগুণ বেশি ভাড়া দিয়ে। চাকরি বাঁচাতে যেতে হচ্ছে তাকে তার কর্মস্থলে।
অবশ্য কারখানা কর্তৃপক্ষ বলছে, তাদের অধিকাংশ শ্রমিকই কারখানার আশেপাশে থাকেন যারা ঈদে বাড়ি যায়নি। তাদেরকে দিয়েই আগামীকাল কারখানা চালু করবে। এদিকে ইউনিটি ফেব্রিক্স লিমিটেড এর চেয়ারম্যান আওলাদ হোসেন মৃধা মুঠোফোনে জানান, যেসকল শ্রমিক কারখানা আশেপাশে আছে তাদের দিয়ে আগামীকাল কারখানা চালু করবে।
এবং যারা ঈদের ছুটিতে নিজ জেলায় চলে গেছে তারা ৫ ই আগস্ট এর পরে আসলে তারা তাদের কর্মস্থলে ফিরতে পারবেন এবং তাদেরকে চাকরীচ্যুত করা হবে না। এসময় তিনি আরো জানান, আগামীকাল থেকে স্বাস্থ্যবিধি মেনে প্রত্যেক শ্রমিককে কারখানায় প্রবেশ করানো হবে, এবং হ্যান্ড স্যানিটাইজার এবং সামাজিক দূরত্ব বজায় রেখেই কারখানা চালু করবে।
গেল কয়েকদিনের তুলনায় আজ মহাসড়কে যানবাহনের সংখ্যা কিছুটা বেড়েছে। ব্যাটারি রিকশা, ভ্যান, মোটরসাইকেলে চেপে জীবনের ঝুঁকি নিয়ে যাত্রীরা তাদের গন্তব্যে যাচ্ছেন। এসময় কেউই মানছেন না কোনো রকমের স্বাস্থ্যবিধি।
হঠাৎ করে কারখানা খোলা রাখার ঘোষণায় উদ্ভুত পরিস্থিতে গাজীপুরের বাইরে থাকা শ্রমিকদের যথাসময়ে হাজির হওয়ার ব্যাপারে ৫ আগস্ট পর্যন্ত ছাড় দেয়ার অনুরোধ জানিয়েছে প্রশাসন। এদিকে গাজীপুরে ২০৭২টি বিভিন্ন শ্রেণীর কারখানা রয়েছে। এসব কারখানায় কাজ করেন অন্তত ১৮ লাখ শ্রমিক।
এ জাতীয় আরো খবর..