ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীর ভাঙন থেকে পোনাবালিয়া ইউনিয়নের ৪টি গ্রাম রক্ষার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
শুক্রবার সকালে ঝালকাঠি সদর উপজেলার দিয়াকুল এলাকার ভেড়ি বাদে ঘন্টাব্যাপী এই মানববন্ধন করে সর্ব স্তরের জনগন। এ মানববন্ধনে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার শতশত নারী পুরুষ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা জানান, বর্ষার শুরুতেই সুগন্ধ্যা ও বিষখালী নদীর ভাঙনের কবলে পড়েছেন পোনাবালিয়া ইউনিয়নের দিয়াকুল, কিস্তাকাঠি, আতাকাঠি ও দেউরী গ্রামের বাসিন্দারা। প্রতি বছর বন্যা পরবর্তী সময়ে নদী ভাঙনে ফসলি জমি,বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান,বাজার ও মসজিদসহ অনেক স্থাপনা নদী গর্ভে বিলিন হয়ে যাচ্ছে। সুগন্ধা নদী ভাঙনের কবলে দিয়াকুল গ্রামের হাজার পরিবার ঘর বাড়ি জমিজমা হারিয়ে নিঃশ্ব হয়েছে।
এতে মানুষ অসহায় হয়ে পড়েছে,অথচ দীর্ঘদিনের এই ভাঙরোধে স্থায়ী কোনো পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। বক্তারা বলেন,ভাঙ্গন অব্যাহত থাকলে কৃষি ও মৎস্য চাষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে শতশত মানুষ গৃহহীন হয়ে পড়বে। অনেকেই বাড়ি ঘর হায়িয়ে অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছে।
মানববন্ধনে বক্তব্য দেন,পোনাবালিয় ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইদুর রহমান শাহিন আকন,বর্তমান প্যানেল চেয়ারম্যান আল-আমিন খান,ইউপি সদস্য সাখাওয়াত হোসেন বাদল ও আফজাল হোসেনসহ আরো অনেকে।
ক্ষতিগ্রস্তরা দ্রুত সময়ের মধ্যে নদী ভাঙন এলাকায় স্থায়ী ব্যবস্তা গ্রহনে কর্তৃপক্ষের কাছে দাবী জানায়।