শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
অবৈধভাবে ভারতে পালিয়ে যাবার সময় ১১ জনকে আটক করেছে বিজিবি বরিশালে আবারও শিশু ধর্ষণের চেষ্টা: থানায় মামলা; আটক ১ বরিশালে তিনশ’ কেজি জাটকা জব্দ বরিশালে বিএনপির দুইপক্ষের সংঘর্ষে ২৫ জন আহত ঈদযাত্রায় সদরঘাটে নেই চিরচেনা হাকডাক বরিশালে সেনা সদস্যকে অপহরণ করে নির্যাতন : বিএন‌পি নেতাদের বিরুদ্ধে মামলা : গ্রেফতার ৩ কাশিপুর ইউপির ভিজিএফ চালের সব কার্ড বাতিল, নতুন তালিকার নির্দেশ ইউএনওর নাশকতার মামলায় নড়াইলের পৌরমেয়র আঞ্জুমানআরা ও যুবলীগের সেক্রেটারী জেল হাজতে ৬ দফা দাবীতে বরিশালে বিক্ষোভ সমাবেশ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের কমিটি পুনর্গঠনের দাবিতে এনসিপি আহব্বায়ক নাহিদের সামনেই হট্টগোল

ঝালকাঠির শহরে ডাক্তাপট্টি ইফতারের সময়ে একাধিক বোমা ফাঠিয়ে স্বর্ণের দোকান ডাকাতির চেষ্ঠা, শহরে অতঙ্ক, আহত ৩

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ১৩ বার

ঝালকাঠি শহরে ইফতারির সময় বোমা ফাটিয়ে স্বর্নের দোকানে ডাকাতির চেষ্ঠার ঘটনা ঘটেছে। জনতার ধাওয়ায় দিলে বোমা ফাটিয়ে ডাকাত দল পালিয়ে যায়।

এ সময় ডাকাতের ছোরা বোমায় তিন জন সামান্য আহত হয়েছেন।

এরা হলেন, ডাক্তারপট্টি এলাকার মাহামুদুল হাসান আদিল (৩৭) ,প্রণব কুমার নাথ ভানু (৬০), মানিক মালো (৩৫)। এরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। রবিবার শহরের ডাক্তারপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইফতারের সময় ডাক্তারপট্টি এলাকায় একটি নীল রঙের পিকআপ গাড়িতে এসে বোমা ফাটিয়ে ডাকাতির চেষ্টাকালে দোকান মালিকরা ডাক চিৎকার দিলে জনতা ডাকাত দলকে ধাওয়া দেয়।

এ সময় ডাকাত দল পিকআপ থেকে বোমা নিক্ষেপ করে জনতাকে সরিয়ে দেয়ার চেষ্টা করে ব্যর্থ হয়।

পরে তারা বোমা ফাটাতে ফাটাতে ফায়ার সার্ভিস মোড় হয়ে বরিশালের দিকে চলে যায়।

ডাক্তারপট্টি সড়কটি শহরে স্বর্নকার পট্টি হিসেবে পরিচিত। ধারনা করা হচ্ছে স্বর্নের দোকান ডাকাতি করার উদ্দেশ্য ছিলো ডাকাত দলের।

লোকজন পিকআপটি আটকানোর চেষ্টাকালে পিকআপ থেকে বোমা নিক্ষেপ করা হয়।

পরে পিকআপটি শহরের ফায়ার সার্ভিস মোড় হয়ে বরিশালের দিকে চলে যায়।

ঘটনার পরপরই ডাক্তারপট্টির সকল স্বর্নের দোকান বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা অবস্থান নেয়।

প্রত্যক্ষদর্শী রিপন ভুইয়া বলেন, আমরা বাসার সামনে দাড়িয়ে আছি এ সময় একটি নীল রঙের পিকআপ জনতার ধাওয়া খেয়ে পুর্ব দিকে আসতে ছিলো।

আমরা পিকআপটি আটকানোর চেষ্টাকালে পিকআপ থেকে বোমা নিক্ষেপ করা হয়। এ সময় আমরা সরে আসলে পিকআপটি শহরের ফায়ার সার্ভিস মোড় হয়ে বরিশালের দিকে চলে যায়।

ঘটনার পরপরই ডাক্তারপট্টির সকল স্বর্নের দোকান বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা অবস্থান নেয়।

ঘটনাস্থল পরিদর্শন জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট শাহাদাত হোসেন।

তিনি বলেন, আওয়ামী লীগ পতিত সরকারের মদদে দুবৃত্তরা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর জন্য এ ঘটনা ঘটিয়েছে।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, ইফতারের পর পর কিছু দুর্বৃত্ত ককটেল জাতীয় কিছু ফাটিয়ে ডাকাতির চেষ্টা চালায়। পরে তারা পালিয়ে যায়। এদের সনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com