বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
IEEE হাবিপ্রবি শাখার Solidwork শীর্ষক কর্মশালার ৪র্থ দিনের প্রশিক্ষণ সম্পন্ন IEEE হাবিপ্রবি শাখার Solidwork শীর্ষক কর্মশালার ৩য় দিনের প্রশিক্ষণ সম্পন্ন  এই উপমহাদেশের মধ্যে বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ- উপদেষ্টা এম শাখাওয়াত হাবিপ্রবিতে এক্টিভেশন প্রোগ্রাম ফর ডিজিটাল স্কিলস ফর স্টুডেন্টস শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা বাংলাদেশ নৌবাহিনী আজ একটি আধুনিক ত্রিমাত্রিক নৌ বাহিনী দুই বছরের অধিক সময় ধরে কোষাধ্যক্ষ শূন্য হাবিপ্রবি বরিশাল শের ই বাংলা মেডিকেলের বর্ষপূর্তিতে জমকালো আয়োজন বিএম কলেজকে স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান করার দাবিতে বিক্ষোভ বরিশালের হত্যা মামলার এজাহারভুক্ত সকল আসামি গ্রেফতার-ডিসি রুনা লায়লা বরিশালে গণধর্ষণ ও হত্যা মামলায় ২ জনকে ফাঁসির আদেশ

ঝালকাঠিতে পরিত্যক্ত ঘরেই নারী পুলিশ সদস্যদের আবাসন; ওসি থাকছেন ভাড়ায়

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
  • ১১৮ বার

ঝালকাঠিতে উন্নত থানা ভবন থাকলেও থানা-পুলিশের নেই ভালোমানের থাকার কোয়ার্টার। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) থাকেন ভাড়া বাসায়। আর নারী কনস্টেবলরা পরিবার নিয়ে থাকেন পরিত্যক্ত ঘরে।

রাজাপুর, কাঁঠালিয়া, নলছিটি ও সদর এ চারটি থানা নিয়ে ঝালকাঠিকে মহকুমা থেকে জেলা ঘোষণা করা হয় ১৯৮৪ সালে। জেলা ঘোষণার ৪০ বছরেও নির্মিত হয়নি থানা-পুলিশের ব্যারাক এবং ওসিদের বাসস্থান।

সদর থানা কম্পাউন্ডে পুকুরের পাশে ব্রিটিশ সরকার কর্তৃক নির্মিত সেমিপাকা ছোট ছোট ঘর রয়েছে, যা বসবাসের অনুপযোগী।

কর্তৃপক্ষ এসব ঘর পরিত্যক্ত ঘোষণা করেছে অনেক আগেই। নানা প্রতিকূলতা নিয়ে ওই পরিত্যক্ত ঘরেই পরিবার নিয়ে বসবাস করেন নারী কনস্টেবলরা। বড় পদের কর্মকর্তারা বিভিন্ন ফ্ল্যাটে বাসা ভাড়া নিয়ে থাকলেও ছোট পদের পুলিশ সদস্যরা সামর্থ্যের দিক বিবেচনা করে পরিত্যক্ত ঘরেই বাস করেন।

সম্প্রতি সদর থানা কম্পাউন্ডে গিয়ে দেখা যায়, আধুনিক পুলিশ বাহিনীর নারী সদস্যরা পুরোনো ও জরাজীর্ণ সেমিপাকা ঘরগুলো নিজেদের খরচে মেরামত করে ঝুঁকি নিয়ে বসবাস করছেন।

বর্ষা মৌসুমে জোয়ার ও বৃষ্টির পানিতে তলিয়ে যায় ঘরের আশপাশ। ব্যারাক না থাকার কারণে পরিত্যক্ত ঘরে সাপ, পোকা-মাকড়ের ঝুঁকি নিয়ে পরিবার নিয়ে স্যাঁতসেঁতে পরিবেশে থাকছেন তারা।

দীর্ঘদিন ধরে পুলিশের এই অবস্থা চললেও সরকারিভাবে কোয়ার্টার নির্মাণে নেই কোনো উদ্যোগ।

এ কারণে থানা পুলিশের সদস্যদের বিভিন্ন ভাড়া বাসায় থাকতে হচ্ছে।

থানা প্রধান (ওসি) থানা কম্পাউন্ডে রাতযাপন করবেন, সরকারি এমন নির্দেশনা থাকলেও ঝালকাঠি সদর থানায় ওসির আবাসিক কোয়ার্টার না থাকায় তিনি থাকেন বাহিরে ভাড়া বাসায়। একই সমস্য কাঠালিয়াতেও।

পুলিশের পরিপাটি পোশাক, সাজসজ্জা আর দাপুটে চলাফেরা অনেককেই পুলিশ হতে আগ্রহী করে তোলে।

তবে ঝালকাঠির চারটি থানার পুলিশ সদস্যদের আবাসন ভোগান্তি দেখলে অনেকেই এ আগ্রহ হারিয়ে ফেলবেন। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আসা পুলিশ সদস্যরাই এখানে আছেন অনিরাপদে।

সদর থানার ওসি নাসির উদ্দিন সরকার বলেন, ‘থানা কম্পাউন্ডে কোয়ার্টার না থাকায় পুলিশ সদস্যরা খুব কষ্টে সেমিপাকা ঘরগুলোতে অবস্থান করছেন। আমি নিজেও ভাড়া বাসায় থাকি।

কাঁঠালিয়া থানার ওসি মুরাদ আলী বলেন, ‘থানায় ওসির বাসভবন না থাকায় আমি এখানে পরিবার আনতে পারিনি। থানা ভবনের ওপরতলায় একটি কক্ষ নিয়ে কোনো রকম রাতযাপন করি।

তবে রাজাপুর এবং নলছিটি থানার ওসিরা থানার ভবনের পাশেই আলাদা কক্ষে থাকেন। ঐ কক্ষগুলো আধুনিক না হলেও মোটামুটি ভাবে বাসযোগ্য।

ঝালকাঠির পুলিশ সুপার আফরুজুল হক বলেন, ঝালকাঠির সদর এবং কাঁঠালিয়ায় পুলিশের আবাসন সমস্যা অন্য থানার চেয়ে বেশি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দিয়ে অবগত করা হয়েছে। শিগগিরই ঝালকাঠির সব থানা কম্পাউন্ডে থাকা পুরোনো কক্ষগুলো অপসারণ করে নতুন ভবন নির্মাণের দরপত্র আহ্বান করবে কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com