ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক যুগান্তর, বাসস ও চ্যানেল টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি অ্যাডভোকেট আক্কাস সিকদারের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রুজু হয়েছে ঝালকাঠি সদর থানায়।
বুধবার রাতে দায়েরকৃত মামলাটির বাদী হয়েছেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শারমিন মৌসুমী কেকা। বাদী তার এজাহারে লিখেছেন “আককাস সিকদার তার ফেসবুক আইডি থেকে সরাষ্ট্রমন্ত্রী ও সেতু মন্ত্রীর নামে অন্য একজনের ফেসবুক পোষ্টে কমেন্টের মাধ্যমে আপত্তিকর শব্দ লিখেছেন”
ঐ কমেন্টকে কেন্দ্র করে বুধবার রাতে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সারমিন মৌসুমি কেকা বাদী হয়ে ঝালকাঠি সদর থানায় এ মামলাটি দায়ের করেন।
ঝালকাঠি থানার অফিসার ইনটার্জ (ওসি) খলিলুর রহমান বলেন, একজনের ফেসবুকের একটি পোস্টে আক্কাস সিকদার কমেন্ট করেন। ওই কমেন্টের সূত্রধরে বুধবার রাতে মামলাটি হয়। এ ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
এদিকে, মামলা দায়েরের ঘটনায় নিন্দা জানিয়েছেন ঝালকাঠি প্রেসক্লাবের নেতৃবৃন্দরা। অবিলম্বের মামলা প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।
প্রেসক্লাব সভাপতি চিত্তরঞ্জন দত্ত বলেন, গত বছরের সেপ্টেম্বর মাসে আওয়ামীলীগ নেত্রী শারমিন মৌসুমে কেকার বিরুদ্ধে এক নারীর চুলকাটা এবং একটি বিদ্যালয়ের শহীদ মিনার ভেঙে স্টল নির্মাণ সংক্রান্ত সংবাদ প্রকাশ করায় তিনি আক্কাস সিকদারের ওপর ক্ষিপ্ত ছিলেন। এরই জের ধরে সাংবাদিক আক্কাস সিকদারের নামে এ মামলা দায়ের করা হয়েছে।
এ জাতীয় আরো খবর..