শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০৬:৫৩ পূর্বাহ্ন

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি : শিক্ষার্থীদের চিত্রাঙ্কন অংকন প্রতিযোগিতা

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ২ বার

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালন উপলক্ষ্যে বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজে ২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে কলেজ অডিটরিয়ামে শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্গন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া বিদ্যালয় ভবনের প্রধান ফটক সংলগ্ন দেয়ালে ২৪ এর রঙে গ্রাফিতি অঙ্কন করে শিক্ষার্থীরা।

এসময় বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবু মামুন, জাতীয় দিবস উদ্‌যাপন কমিটির আহবায়ক মুহাম্মদ মুস্তফা কামাল, শিক্ষক পরিষদের সম্পাদক এম সাজ্জাতুল ইসলাম, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা কমিটির আহবায়ক এসএম মাঈন উদ্দিনসহ শিক্ষকরা উপস্থিত ছিলেন।

চিত্রাঙ্কন প্রতিযোগিতার পূর্বে প্রতিষ্ঠানের শিক্ষার্থী, বিএনসিসি, স্কাউট, রোভার সদস্য, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে ক্যাম্পাসে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

শুরুতে অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধণকালে বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবু মামুন বলেন, আমরা শুধু শিক্ষাঙ্গণ পরিস্কার-পরিচ্ছন্ন রাখবো এমনটা নয়, আমরা আমাদের বাড়িঘর ও এলাকাকেও নিজ উদ্যোগে পরিস্কার-পরিচ্ছন্ন রাখবো। এতে করে ডেঙ্গুসহ ক্ষতিকর মশা-মাছির বিস্তার যেমন রোধ হবে, তেমনি পরিবেশও সুন্দর থাকবে।

উল্লেখ্য, ২২ শ’ শিক্ষার্থীর শিক্ষা প্রতিষ্ঠান বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজে। সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষায় এ প্রতিষ্ঠানের পাশের হার ৯৮ দশমিক ৫১ শতাংশ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com