শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
অবৈধভাবে ভারতে পালিয়ে যাবার সময় ১১ জনকে আটক করেছে বিজিবি বরিশালে আবারও শিশু ধর্ষণের চেষ্টা: থানায় মামলা; আটক ১ বরিশালে তিনশ’ কেজি জাটকা জব্দ বরিশালে বিএনপির দুইপক্ষের সংঘর্ষে ২৫ জন আহত ঈদযাত্রায় সদরঘাটে নেই চিরচেনা হাকডাক বরিশালে সেনা সদস্যকে অপহরণ করে নির্যাতন : বিএন‌পি নেতাদের বিরুদ্ধে মামলা : গ্রেফতার ৩ কাশিপুর ইউপির ভিজিএফ চালের সব কার্ড বাতিল, নতুন তালিকার নির্দেশ ইউএনওর নাশকতার মামলায় নড়াইলের পৌরমেয়র আঞ্জুমানআরা ও যুবলীগের সেক্রেটারী জেল হাজতে ৬ দফা দাবীতে বরিশালে বিক্ষোভ সমাবেশ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের কমিটি পুনর্গঠনের দাবিতে এনসিপি আহব্বায়ক নাহিদের সামনেই হট্টগোল

জাতিসংঘের মাধ্যমে রোহিঙ্গা সমস্যা সমাধান করতে প্রধান উপদেষ্টাকে উদ্যোগ নিতে হবে —–পীর সাহেব চরমোনাই

বরিশাল অফিস
  • আপডেট টাইম : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ৯ বার

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই বলেছেন, আমরা রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছি।

আপনি বাংলাদেশ এসেছেন (জাতিসংঘ মহাসচিব) আপনি উদ্যোগ নিয়ে তাদেরকে তাদের মাতৃভুমিতে নেয়ার ব্যবস্থা করুন। রোহিঙ্গা জনগোষ্ঠী তারা যেন তাদের মাতৃভুমিতে ফিরতে পারে তার ব্যবস্থা অতিদ্রুত করতে জাতিসংঘের মহাসচিবের প্রতি আহবান জানান।

তিনি দেশ সংস্কারের ব্যাপারে বলেন- সংবিধান, নির্বাচন কমিশন, জনপ্রশাসন, পুলিশ, দুদক ও বিচার বিভাগের সংস্কার জরুরী হয়ে দাড়িয়েছে।

এসব ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার না হলে আগের তিমিরে ফেরত যাওয়ার আশংকা থেকে যাবে। তাই এসব ক্ষেত্রে সংস্কার হতেই হবে।

নির্বাচন ব্যবস্থা সংস্কারের ক্ষেত্রে আমরা বিশ্বের নব্বইটিরও বেশি দেশে অনুসৃত সংখ্যানুপাতিক পদ্ধতির পিআর (পিআর) নির্বাচন পদ্ধতি দাবী করেছি।

আমরা মনে করি জাতীয় নির্বাচনে সংখ্যানুপাতিক পদ্ধতি অনুসরণ করা হলে রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে এবং কার্যকর ও যথাযথ প্রতিনিধিত্বশীল পার্লামেন্ট গঠিত হবে। নির্বাচনে কালো টাকা ও পেশি শক্তির ব্যবহার বন্ধ হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনহীন পরিস্থিতি দীর্ঘ হোক তা চায় না। বরং নির্বাচনকে সুষ্ঠু, অবাধ করতে এবং নির্বাচনে সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা ও সংস্কার করে দ্রুত নির্বাচন আয়োজন করতে হবে।

নগরীর বরিশাল ক্লাব হলে রাজনীতিবিদ, সাংবাদিক, পেশাজীবি, ব্যবসায়ী, বুদ্ধিজীবি ও সমাজের গন্যমান্য ব্যক্তিদের সন্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, ২০২৪ আমাদের ইতিহাসের একটি গৌরবময় ইতিহাস।

ইসলামী আন্দোলন বাংলাদেশ জুলাইয়ের শুরু থেকেই রাজনৈতিকভাবে স্বনামেই এই আন্দোলনের অংশ ছিলো। দীর্ঘ স্বৈরশাসনের পরে একটি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ রাহুমুক্ত হয়েছে। এখন সময় হলো বাংলাদেশ গড়ার।

আজ ১৪ মার্চ, শুক্রবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখার সভাপতি প্রফেসর মোঃ লোকমান হাকীম এর সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা আবুল খায়ের এর সঞ্চালনায় নগরীর বরিশাল ক্লাবের ২য় তলার হল রুমে ইফতার মাহফিল’২৫ অনুষ্ঠিত হয়।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ), ইসলামী আন্দোলন বাংলাদেশ আরোও বক্তব্য রাখেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ এর শুরা সদস্য মাওলানা কাজী মামুনুর রশীদ খান ইউসুফী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বরিশাল মহানগর সহ-সভাপতি মাওলানা সৈয়দ নাসির আহমেদ কাওসার, মাওলানা ইদ্রিস আলী, মাওলানা মুহাম্মাদ জামিলুর রহমান, অধ্যাপক, চাচইর ফাজিল মাদরাসা , প্রিন্সিপাল মোঃ ওমর ফারুক সভাপতি জাতীয় শিক্ষক ফোরাম বরিশাল মহানগর, অ্যাডভোকেট শেখ আব্দুল্লাহ নাসির, সভাপতি ইসলামী আইনজীবী পরিষদ, বরিশাল মহানগর, সভাপতি মাওলানা মোঃ রেজাউল করীম, সভাপতি, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর, গাজী মুহাম্মাদ রেদোয়ান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com