চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মাস্টার বাজার এলাকায় বজ্রপাতে কামরুল বকাউল (১৭) নামে কিশোরের মৃত্যু হয়েছে। একই সময় তার সঙ্গে থাকা শহিদুল বকাউল নামে আরেক কিশোর গুরুতর আহত হয়।
রোববার (১ আগস্ট) দুপুরে বাকরা গ্রামের ‘বকাউল বাড়ি’ সড়কের ব্রিজের পাশে এ ঘটনা ঘটে। মৃত কামরুল ‘বকাউল বাড়ি’র মিলন বকাউলের ছেলে।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মেডিক্যাল অফিসার ডাক্তার ফরহাদুল করিম তথ্যটি নিশ্চিত করেছেন।