এক লাখ টাকা ঘুষ দাবীর অভিযোগ এনে বরিশালের গৌরনদী থানার অফিসার ইন চার্জ (ওসি) মো : ইউনুছ মিঞা ও এস আই নজরুল ইসলামের বিরুদ্ধে আদালতে নালিশী দায়ের করা হয়েছে।
২৮ এপ্রিল সোমবার শেষ কর্মদিবসে গৌরনদীর বাটাজোর ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের বাসিন্দা প্রবাসী আজাদ সরদারের স্ত্রী সুমা বেগম বাদী হয়ে বরিশাল সিনিয়র স্পেশাল জজ আদালতে এ নালিশী দরখাস্ত দায়ের করেন। আদালতের বিচারক নালিশী অভিযোগটি শুনানী শেষে আদাশের জন্য রেখেছেন।
আদালতে দাখিল করা নথি সূত্রে জানা গেছে, বিগত ১১ এপ্রিল প্রতিপক্ষরা সুমি বেগমের শশুর বাড়ীতে থাকা পূর্ব পুরুষের কবরস্থান ভাংচুর করে জমি দখল করার চেষ্ঠা করে। এ সময় ত্রিপল নাইনে ফোন করে পুলিশের সহায়তা চান সুমি বেগম।
খবর পেয়ে গৌরনদী থানার এস আই নজরুল ইসলাম ঘটনাস্থলে অসেন। এ সময় তিনি অভিযোগকারীর পক্ষে অবস্থান না নিয়ে বিরোধী পক্ষের পক্ষ অবলম্বন করে অভিযোগকারী সুমি বেগমসহ আরো তিন জনকে থানায় নিয়ে যায়।
থানায় আটকে রাখার পর সুমি বেগমের পক্ষে কাজ করার জন্য এক লাখ টাকা ঘুষ দাবী করেন ওসি ইউনুছ মিঞা ও এস আই নজরুল ইসলাম। তাদের দাবিকৃত ঘুষের টাকা দিকে অপরাগতা প্রকাশ করায় মামলায় জড়ানোর হুমকি দিয়ে ওসি এবং এসআই রাত নয়টা পর্যন্ত বে-আইনীভাবে আটককৃতদের থানা হেফাজতে রাখেন।
পরবর্তীতে ওইদিন রাত নয়টার পর থানা হেফাজত থেকে বাদি ও মামলার তিনজন সাক্ষীকে ছেড়ে দেওয়া হয়।
এজাহারে আরো উল্লেখ করা হয়েছে, ওসি এবং এসআই মামলার বাদি ও তিনজন সাক্ষীকে দীর্ঘসময় থানায় আটক করে রাখার কারণে দুর্বৃত্তরা বাঁধাহীনভাবে কবরস্থান ভাঙচুর করে দখল কার্যক্রম পরিচালনা করতে পেরেছে।
এছাড়া দুর্বৃত্তদের পক্ষালম্বন করে বাদির দায়ের করা এজাহার থানায় মামলা হিসেবে রেকর্ড করা হয়নি।
এ ঘটনায় বাদি সুমা বেগম গত ১৩ এপ্রিল দুর্নীতি দমন কমিশনের বরিশাল কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। সেখান থেকে কার্যকরী কোন ব্যবস্থা গ্রহণ না করায় বাদি সুমা বেগম তার আইনজীবীর মাধ্যমে আদালতে নালিশী দায়ের করেছেন।
এ বিষয়ে মামলার আইনজীবী এ্যাডভোকেট নাজিম উদ্দীন আহম্মেদ বলেন, ওসি মো : ইউনুছ মিঞা ও এস আই নজরুল ইসলামের তাদের ক্ষমতার অপব্যাবহার ও দূনীতির আশ্রয় নিয়েছেন।
এ কারনে ভুক্তভোগী সুমি বেগম আদালতে নালিশী দাখিল করেছেন। আদালত নালিশকারীর অভিযোগ শুনেছেন এবং আদেশের জন্য রেখেছেন। আদালতের বিচারক আজ বুধবার মামলাটি দূদককে তদন্তের জন্য আদেশ দিতে পারেন বলেও জানান তিনি।
এ বিষয়ে গৌরনদী থানার এস আই মো : নজরুল ইসলাম বলেন, ত্রিপল নাইনে অভিযোগ করার পর আমিসহ কয়েকদন পুলিশ ঘটনাস্থলে গিয়েছিলাম। তিনি বলেন, দিনের বেলা কোন কবর ভাঙ্গা হয়নি। রাতের বেলা কবর ভাঙ্গা হয়েছে। এছাড়া রাস্তা তৈরী নিয়ে দু পক্ষের মধ্যে বিরোধ ছিলো। বিষয়টি স্থানীয় ভাবে মিমাংশার পরামর্শ দিয়েছিলাম। এ ঘটনায় কাউকে থানায় ডেকে এনে আটক করে রাখা বা টাকা দাবী করেননি বলে দাবী করেন তিনি।
এ বিষয়ে গৌরনদী থানার অফিসার ইনচার্জ মো : ইউনুছ মিঞা বলেন, রাস্তা নিয়ে দুই গ্রুপের মধ্যে বিরোধ ছিলো। এস আই নজরুলসহ একদল ফোর্স ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। এ ঘটনায় কাউকে থানায় নিয়ে আসা হয়নি কিংবা আটকে রাখা হয়নি। এ ঘটনায় কারো কাছে কোন টাকাও দাবী করেননি তিনি। ঘটনাটি সম্পূর্ন মিথ্যা বলে দাবী করেন ওসি।