গাজীপুরের কালিয়াকৈরে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও উপমন্ত্রীর এ্যাড আব্দুল সালাম পিন্টুর নি:শ্বাথ মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে গাজীপুর জেলা যুবদল।
শনিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা সফিপুর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে এ বিক্ষোভ মিছিল করেন।
জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সময় সাবেক বিএনপির ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে জেলহাজতে প্রেরণ করেন।
তার নিঃস্বার্থ মুক্তির দাবিতে গাজীপুর জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য সাগর আলীর নেতৃত্বে শনিবার সন্ধ্যায় উপজেলার সফিপুর এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে একটি বিক্ষোভ মিছিল বের হয়।মি
ছিলটি সফিপুর বাজারসহ মহাসড়ক প্রদক্ষিণ শেষে সফিপুর ইউনিয়ন পরিষদের সামনে গিয়ে শেষ হয়।